বাংলা নিউজ > ঘরে বাইরে > মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন ভূপেশ বাঘেল, কী উঠে এল সেখানে?

মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন ভূপেশ বাঘেল, কী উঠে এল সেখানে?

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি লেখেন ভূপেশ। রাজ্যের উন্নয়নের জন্য এই বিষয়টি প্রয়োজন বলে তিনি চিঠিতে উল্লেখ করেছেন।

জিএসটি বাবদ টাকা বকেয়া রয়েছে। কেন্দ্র সেই টাকা দিচ্ছে না। এই অভিযোগ বারবার তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই টাকা আটকে থাকার জন্য রাজ্যের উন্নয়নের কাজ করা যাচ্ছে না। এবার এই জিএসটি নিয়ে একই অভিযোগ তুলে বাংলার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

জানা গিয়েছে, ২০১৭ সালে জিএসটি চালুর সময়ই সিদ্ধান্ত হয়েছিল, পরের পাঁচ বছর রাজ্যগুলির রাজস্ব ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়া হবে। তাই চালু হয় জিএসটি সেস। এবার আগামী জুন মাসে সেই মেয়াদ শেষ হচ্ছে। এই জিএসটি সেস আরও পাঁচ বছর বাড়াতে কেন্দ্রের কাছে আর্জি জানানোর জন্য ১৭টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি লিখলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি লেখেন ভূপেশ। রাজ্যের উন্নয়নের জন্য এই বিষয়টি প্রয়োজন বলে তিনি চিঠিতে উল্লেখ করেছেন। এমনকী বিজেপি শাসিত মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাত, কর্নাটক এবং হরিয়ানার মুখ্যমন্ত্রীদেরও চিঠি লিখেছেন তিনি। আপ শাসিত দিল্লি এবং পাঞ্জাব সরকারও চিঠি দেওয়া হয়েছে। এক্ষেত্রে একজোট হয়ে বিষয়টি উত্থাপন করতে চান বাঘেল।

ঠিক কী লিখেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী?‌ সূত্রের খবর, চিঠিতে ভূপেশ বাঘেল লিখেছেন, ‘‌আগামী জুন মাসে জিএসটি ক্ষতিপূরণের মেয়াদ শেষ হচ্ছে। তার ফলে ক্ষতি হবে উৎপাদনমুখী রাজ্যগুলির। রাজস্ব কম আদায় হলে রাজ্যের উন্নয়ন এবং জনকল্যাণের কাজ ধাক্কা খাবে। তাই কেন্দ্রীয় সরকার জিএসটি ক্ষতিপূরণের মেয়াদ বাড়াক। না হলে রাজ্যগুলির ঘাটতি মেটাতে বিকল্প কোনও ব্যবস্থা চালু করুক।’‌

ঘরে বাইরে খবর

Latest News

শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া? দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও 'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায় কং প্রার্থীর তফশিলি শংসাপত্র খারিজ মনোনয়ন জমার শেষদিনে, ওয়াকওভার পেতে পারে NDA শাকিবের সঙ্গে চেঙ্গিজের মিল! ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই 'তুফান' তুলল মিমির ছবি পেটের মেদ ঝরান এভাবে! খুব বেশি সমস্যায় পড়তে হবে না CAA-র জন্য 'যোগ্যতা সার্টিফিকেট' দিতে পারবেন স্থানীয় পুরোহিত, বড় দাবি রিপোর্টে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.