মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার পূর্ব ঘোষণা ছাড়াই ইউক্রেন সফরে যান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কির সঙ্গে দেখা করতে তিনি ইউক্রেন সফরে যান বলে খবর। রাশিয়ার তথাকথিত আগ্রাসনের কার্যত বর্ষপূর্তি। আর সেই সময়ই ইউক্রেনে গিয়ে পাশে থাকার বার্তা মার্কিন প্রেসিডেন্টের। এককথায় তাৎপর্যপূর্ণ ঘটনা আন্তর্জাতিক রাজনীতিতে।
জেলেনেস্কিকে পাশে নিয়ে মারিনস্কি প্য়ালেসে মুখ খুললেন বাইডেন। তিনি বলেন, এক বছর পরেও কিভ দাঁড়িয়ে রয়েছে। সদর্পে ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের। তিনি পাঁচ ঘণ্টারও বেশি সময় ছিলেন ইউক্রেনের রাজধানীতে। মার্কিন দূতাবাসের কর্মী, আধিকারিকের সঙ্গে দেখা করেন তিনি। সে দেশের মৃত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। পোডিয়ামে পাশাপাশি ছিল মার্কিন ও ইউক্রেনের পতাকা। হাত নাড়েন জো বাইডেন। তিনি বেশ জোরের সঙ্গে বলেন, ইউক্রেন দাঁড়িয়ে রয়েছে। গণতন্ত্র দাঁড়িয়ে রয়েছে। আমেরিকানরা আপনাদের পাশে রয়েছে। গোটা বিশ্ব আপনাদের পাশে রয়েছে।
যুদ্ধ যখন কার্যত একটি গুরুত্বপূর্ণ জায়গায় মোড় নিয়েছে তখন একেবারে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দিলেন, গণতন্ত্র দাঁড়িয়ে আছে। গোটা বিশ্ব আপনাদের পাশে। আমেরিকানরা আপনাদের পাশে। কার্যত ইউক্রেনের পাশে থাকার ব্য়াপারে সবরকম বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে সূত্রের খবর, ইউক্রেনের পক্ষ থেকে পাশ্চাত্য় দুনিয়ায় বার বার আবেদন জানানো হয়েছে, আপনারা ফাইটার জেট পাঠান। আপনারা অস্ত্র সম্ভার পাঠান। রাশিয়ার বিরুদ্ধে কার্যত দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন।
তবে এদিন কিভে দাঁড়িয়ে থেকে মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের জন্য় অতিরিক্ত হাফ বিলিয়ন ডলার সহায়তার কথা ঘোষণা করেন। হাউইৎজারের জন্য শেল, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, রাডার সহ অন্য়ান্য সহায়তার কথাও বলা হয়েছে আমেরিকার তরফে।
এদিকে রাশিয়াকে প্রতিরোধ করার জন্য় আধুনিক প্রতিরোধ ব্যবস্থার জন্য় বার বার অনুরোধ করেছে ইউক্রেন। HIMRAS মিসাইলও চেয়েছিল ইউক্রেন। সেই মিসাইল আপাতত তাদের হাতে রয়েছে। জেলেনেস্কি জানিয়েছেন, বাইডেনের সঙ্গে কথা হয়েছে। দূর পাল্লার অস্ত্রের ব্যাপারে কথাবার্তা হয়েছে। তবে কোনও নতুন প্রতিশ্রুতির ব্য়াপারে বিস্তারিত কিছু তিনি জানাননি।
জেলেনেস্কি জানিয়েছেন, আমাদের বোঝাপড়া ফলপ্রসূ হয়েছে। তবে ইউক্রেনে সন্ত্রাস কার্যত কতটা ভয়াবহ তার কিছুটা আঁচও এদিন পেয়েছেন বাইডেন। যে সময় তাঁরা ওই প্য়ালেসে ছিলেন সেই সময়ই এয়ার রেইড সাইরেন শোনা যায়। এদিন উভয়ই মৃত সৈন্যদের সম্মানে পুস্প স্তবক অর্পণ করেন।