অনেক কুকুরেরই ইনস্টাগ্রামে জনপ্রিয় অ্যাকাউন্ট আছে। এতে কুকুরটির বিভিন্ন ভিডিয়ো ও ছবি পোস্ট করেন মালিকরা। সেইরকমই একটি অ্যাকাউন্ট লাইফ অব স্টার্লিং নিউটন। স্টার্লিং নামে এই গোল্ডেন রিট্রিভারের অ্যাকাউন্টে প্রায় ২ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার।
সেই স্টার্লিংয়েরই একটি ভিডিয়ো ফের ভাইরাল হয়েছে। নতুন ভিডিয়োতে তার মালিকদের নতুন একটি কুকুরছানা আনতে দেখা গিয়েছে। সেটিও একটি গোল্ডেন রিট্রিভার।
পরিবারের নতুন সদস্যকে দেখে কী করল স্টার্লিং? বেশি কিছু বলব না, খালি দেখুন এই মিষ্টি ভিডিয়ো:
দেখলেন তো? কীভাবে পরিবারের নতুন খুদে সদস্যকে আপন করে নিল কুকুরটি। আসলে গোল্ডেন রিট্রিভার সাধারণত খুবই ফ্রেন্ডলি ধরণের কুকুর হয়। তাই এই কুকুরগুলির কাছে এমন আচরণই স্বাভাবিক।
তবে সব কুকুরই মোটামুটি ভাল বিহেভিয়ারের হয়। অনেকটাই নির্ভর করে ছোট থেকে কতটা লোকজন, অন্যান্য কুকুর, শিশুদের সঙ্গে মিশতে দেওয়া হচ্ছে তার উপর। বেঁধে, ঘরে রাখলে যে কোনও কুকুরই আগ্রাসী হয়ে উঠতে পারে, বিশেষত বড় চেহারার কুকুর। তাদের নিয়মিত খেলাধুলা, দৌড় প্রয়োজন।
এক্ষেত্রে কুকুর ছানা না কিনে অ্যাডপশনের কথাও মনে করিয়ে দিয়েছেন নেটিজেনরা। আমাদের দেশের ক্ষেত্রে চাইলে আপনি রাস্তার দেশি কুকুরের ছানাও বাড়ি এনে পুষতে পারেন। ভ্যাকসিনেশান করিয়ে নিলে কিন্তু এই কুকুরের রোগ প্রতিরোধ ক্ষমতা হার মানাবে যে কোনও কেনা নামী জাতের কুকুরকে। আর ছোট থেকে যত্ন নিলে দেখতেও বেশ সুন্দর হয়। আর বুদ্ধির কথা যদি বলেন, সেক্ষেত্রে জানাই, এখন ভারতীয় সেনা, বিভিন্ন ডগ স্কোয়াডেও দেশি কুকুরদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।