বাংলা নিউজ > ঘরে বাইরে > বাংলাদেশ: পদ্মা নদীর জলে ধরা পড়ল বিশালাকার মাছ, বিক্রির দাম শুনলে অবাক হবেন

বাংলাদেশ: পদ্মা নদীর জলে ধরা পড়ল বিশালাকার মাছ, বিক্রির দাম শুনলে অবাক হবেন

১৯ কেজির পাঙ্গাশ মাছ

বাংলাদেশের রাজবাড়ি অঞ্চলের তিন মৎসজীবী দীর্ঘক্ষণ বসে থেকেও কোনও মাছ পাননি। কিন্তু শেষ সময়ে জাল ফেলে পেলেন ৪টি বিশাত আয়তনের গভীর জলের মাছ। বিক্রি হল আখাশছোঁয়া দামে।

বাংলাদেশের রাজবাড়ি অঞ্চলের পদ্মা নদীর পারে ধরা পড়ল ৪টি বিপুল আয়তনের মাছ। এই ৪টি মাছের মধ্যে দু’টি ৪০কেজি ওজনের বাঘাইর মাছ, একটি ১২কেজি ওজনের বোয়াল, ও একটি ১৯ কেজি ওজনের পাঙ্গাশ মাছ। হালে বাংলাদেশ স্থানীয় সময় ভোররাতের দিকে তিন জেলের জালে ধরা পড়ে এই মাছগুলি।

স্থানীয় এক মৎস্য দফতরের আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মাছগুলো ৯৭ হাজার ১৫০ টাকায় বিক্রি করা হয়।

ওই তিন জেলের একজন স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন,  সোমবার ভোর রাতের দিকে তাঁরা কয়েক জন পদ্মা নদীতে মাছ ধরতে যান। দীর্ঘক্ষণ কোনও মাছ না পাওয়ায় তাঁরা হতাশ হয়ে যান। পরে যখন তাঁরা বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তখন শেষ বারের মতো নদীতে জাল ফেলেন। এরপর জাল গুটিয়ে আনার সময় বুঝতে পারেন বড় কোনও মাছ পড়েছে। জাল টেনে নৌকায় তুলতেই দেখতে পান বড় দুইটি বাঘাআইড় মাছ।

বাজারে মাছ দুইটিকে প্রকাশ্য নিলামে তোলা হলে, স্থানীয় এক ব্যাবসায়ী বাংলাদেশি মুদ্রায় মোট ৪৪,০০০ টাকায় দুইটি মাছ কিনে নেন।

এই সময়ে বাকি দুই জেলের জালে ধরা পড়ে একটি ১৯ কেজি ওজনের পাঙ্গাশ মাছ ও একটি ১২ কেজি ওজনের বোয়াল মাছ। এই মাছ দুইটি বিক্রি হয় যথাক্রমে বাংলাদেশি মুদ্রায় ২৭,৫০০ টাকা ও ২৫,৬৫০ টাকায়।

স্থানীয় মৎস্য আধিকারিক জানিয়েছেন, পদ্মায় যেসব বড় বড় মাছ ধরা পড়ছে এসব মাছ গভীর জলে বসবাস করে। নদীতে বর্ষায়  জল বাড়ার কারণে এসব মাছ খাবারের সন্ধানে উপরে চলে আসছে।  যার ফলে মাঝে মধ্যেই জেলের জালে পাঙাশ, রুই, কাতলা, বোয়াল, বাঘাআইড়সহ  বিভিন্ন প্রজাতির মাছ জেলের জালে ধরা পড়ছে। এছাড়াও বছরে নির্দিষ্ট সময়ে ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়ার কারণে এসব মাছগুলো বড় হওয়ার সুযোগ পায়।

বন্ধ করুন