বিহারের মহাজোট সরকারকে বড় ধাক্কা দিয়ে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন কৃষিমন্ত্রী সুধাকর সিং। ঘটনার কথা স্বীকার করেছেন রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) বিহারের সভাপতি তথা সুধাকরের বাবা জগদানন্দ সিং। সুধাকর নিজে এই বিষয়ে মুখ না খুললেও আরজেডি সূত্রে দাবি, কৃষি দফতরে ‘বিজেপির নীতি’ মেনে কাজ হচ্ছে। তা মানতে না পেরেই এই পদক্ষেপ সুধাকরের। এদিকে নিজের পদত্যাগপত্র মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে নয়, বরং উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে পাঠিয়েছেন সুধাকর।
এদিকে এই ঘটনা প্রসঙ্গে জগদানন্দ সিং বলেছেন, ‘আমার ছেলে কৃষকদের অধিকারের জন্য লড়াই করতে চেয়েছিল। কিন্তু সে এটি করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিল। তাই সে এই পদ ছাড়ার কথা জানিয়েছে।’ জগদানন্দ সিং আরও বলেন, ‘কৃষকদের প্রতি অবিচার হচ্ছে। তাঁদের জন্য কাউকে দাঁড়াতে হবে। কৃষিমন্ত্রী তাই এই পদক্ষেপ করেছেন। হত্যা মান্ডি আইন (কৃষি উত্পাদন বিপণন কমিটি আইন) রাজ্যের কৃষকদের ধ্বংস করেছে।’ প্রসঙ্গত, দুই দিন আগেই কৃষি উত্পাদন বিপণন কমিটি আইন প্রত্যাহার করবেন বলে জানিয়েছিলেন সুধাকর।
এদিকে সুধাকরের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কি না, সন্ধ্যা পর্যন্ত উপমুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি। উপমুখ্যমন্ত্রীর একজন সাহায্যকারী এই বিষয়ে বলেন, ‘কৃষিমন্ত্রীর পাঠানো পদত্যাগের বিষয়ে উপমুখ্যমন্ত্রী আলোচনা করবেন। এখনই এর বেশি কিছু বলা যাবে না।’ এদিকে তেজস্বীকে পদত্যাগপত্র পাঠানো নিয়ে সুধাকরের বাবা বলেন, ‘আরজেডি প্রধান সুধাকরের নাম কৃষিমন্ত্রী হিসেবে সুপারিশ করেছিলেন। তাই তাঁর কাছে পদত্যাগপত্র দেওয়া উচিত বলে মনে করেছেন সুধাকর।’