দীক্ষা ভরদ্বাজ
বিহার নির্বাচনের আগে বিনামূল্যে করোনাভাইরাস টিকা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। তাতে ক্লিনচিট পেল বিজেপি। নির্বাচন কমিশন জানাল, সেই প্রতিশ্রুতি দিয়ে আদর্শ আচরণবিধি ভঙ্গ করা হয়নি।
তথ্য জানার অধিকার আইনে (আরটিআই) সে বিষযে জানতে চেয়েছিলেন তথ্যের অধিকার আন্দোলনের কর্মী সাকেত গোখেল। গত বুধবার (২৮ অক্টোবর) সেই আরটিআইয়ের জবাবে আদর্শ আচরণবিধির তিনটি নিয়ম তুলে ধরে কমিশন। যাতে বলা হয়েছে, ‘রাজ্যের নির্বাচনী ইস্তাহারে এমন কিছু থাকতে পারে না, যা সংবিধান বিরোধী হবে; নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতাকে কলুষিত করবে বা ভোটারদের উপর অযৌক্তিক প্রভাব ফেলবে, এমন কোনও প্রতিজ্ঞা করা যাবে না এবং শুধমাত্র যে প্রতিজ্ঞাগুলি পূরণ করা যাবে, তার ভিত্তিতে ভোটারদের আস্থা অর্জন করা যেতে পারে।’
আরটিআইয়ের জবাবে কমিশন জানিয়েছে, নির্দিষ্ট নির্বাচনের জন্য নির্দিষ্ট দলগুলি সবসময় ইস্তাহার প্রকাশ করে। কমিশনের তরফে বলা হয়েছে, ‘উপরোক্ত ব্যাখ্যার ভিত্তিতে ওই বিষয়ের ক্ষেত্রে আদর্শ আচরণবিধির নিয়ম ভঙ্গের বিষয়টি ধরা পড়েনি।’
গত ২২ অক্টোবর বিহারের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছিল বিজেপি। সেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন, সকল বিহারবাসীকে বিনামূল্যে করোনা টিকা দেওয়া হবে। তা নিয়ে বিতর্ক শুরু হয়। স্বতঃপ্রণোদিতভাবে কমিশনকে উদ্যোগ নেওয়ার আর্জি জানান বিরোধীরা।
সেই সময় বিষয়টির সঙ্গে অবহিত বিশেষজ্ঞরা ‘হিন্দুস্তান টাইমস’-কে জানিয়েছিলেন, ‘জনকল্যাণমূলক প্রকল্প’ হিসেবে বিবেচিত হওয়া বিষয়গুলিকে ছাড় দেওয়ার নজির আছে কমিশনের। এক ব্যক্তি বলেছিলেন, ‘জনকল্যাণমূলক প্রকল্পকে বাদ দেওয়ার নজির আছে।’ তিনি জানিয়েছিলেন, গত লোকসভা ভোটের আগে কংগ্রেসের ন্যায় যোজনার ক্ষেত্রেও একই অবস্থান নিয়েছিল কমিশন।