বাংলা নিউজ > ঘরে বাইরে > Bihar assembly election 2020: মহাজোটের থেকে বিহারে এগিয়ে NDA, কমেছে নীতিশের জনপ্রিয়তা : সমীক্ষা

Bihar assembly election 2020: মহাজোটের থেকে বিহারে এগিয়ে NDA, কমেছে নীতিশের জনপ্রিয়তা : সমীক্ষা

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও আরজেডি নেতা তেজস্বী যাদব (ছবি সৌজন্য পিটিআই)

৩৪ শতাংশ মানুষ আবার জানিয়েছেন, বিহারে নয়া নেতার প্রয়োজন আছে।

জয় আসবে। তবে ব্যবধান তেমন বেশি হবে না। বিহার বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতার থেকে মেরেকেটে ১১-২১ টি আসন বেশি পাবে এনডিএ। ইন্ডিয়া টুডে'র সঙ্গে লোকনীতি-সিএসডিএসের প্রাক-ভোট সমীক্ষায় এমনই ছবি সামনে এল।

সেই সমীক্ষা অনুযায়ী, বিহারে ১৩৩-১৪৩ টি আসন জিততে পারে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। যা ২৪৩ আসন-বিশিষ্ট বিহার বিধানসভার ‘ম্যাজিক ফিগার’-এর (১২২) থেকে তেমন বেশি নয়। গত ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত হওয়া সেই সমীক্ষার তথ্য অনুযায়ী, এনডিএ ৩৮ শতাংশ ভোট টানবে। তবে তাদের থেকে খুব একটা পিছিয়ে থাকবে না মহাজোট। ৩২ শতাংশ ভোট-সহ ৮৮-৯৮ টি আসন পেতে পারে রাহুল গান্ধী ও তেজস্বী যাদবদের জোট। এনডিএ জোট ভেঙে বেরিয়ে যাওয়া চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি (এলজেপি) একা লড়ে বড়জোর দুটি থেকে ছ'টি আসনে জয়লাভ করতে পারবে। অর্থাৎ একতরফা লড়াই তো দূর অস্ত, বিহার নির্বাচনে যথেষ্ট বেগ পেতে চলেছে নীতিশ কুমাররা। 

একইসঙ্গে নীতিশের জনপ্রিয়তায় লালুপ্রসাদ যাদবের পরিবারের থাবায় বসানোর বিষয়টি বিজেপি ও জেডিইউয়ের গলায় কাঁটা হয়ে বিঁধতে চলেছে। সমীক্ষা অনুযায়ী, ২০১৫ সালেে যেখানে নীতিশের জনপ্রিয়তা ছিল ৪০ শতাংশ, এবার তা ঠেকেছে ৩১ শতাংশে। অন্যদিকে এখনও বিহারের রাজনীতিতে যে লালুর পরিবারের কতটা প্রাসঙ্গিক, তার ইঙ্গিত মিলেছে সমীক্ষায়। সেই পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫ সালের তুলনায় এবার লালুর পরিবারের জনপ্রিয়তা ন'শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩০ শতাশ।

সেখানেই অবশ্য নীতিশের অস্বস্তি শেষ হয়নি। সমীক্ষার অনুযায়ী, ৩১ শতাংশ মানুষ নীতিশকে আরও একবার সুযোগ দিতে চান। তবে ২৬ শতাংশ মানুষ একেবারেই উলটো সুরে কথা বলেছেন। ৩৪ শতাংশ মানুষ আবার জানিয়েছেন, বিহারে নয়া নেতার প্রয়োজন আছে। 

তবে বিহারে এনডিএয়ের কাছে অনেকটা ভরসা হতে পারে সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা। যাঁদের নিয়ে সমীক্ষা চালানো হয়েছিল, তাঁদের ৬১ শতাংশই জানিয়েছেন, মোদী সরকারের কাজে খুশি তাঁরা। যিনি ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে বিহার থেকেই একগুচ্ছ প্রকল্প উদ্বোধন করেছেন।

ঘরে বাইরে খবর

Latest News

চাকরির আশায় ফের পরাগকে বিয়ে শিমুলের! কার কাছে কইয়ের গল্পে বিরক্ত দর্শক Summer Hair Care: বিকট চুলকোচ্ছে মাথা! চুলকানি কমাবে এই ঘরোয়া উপায়গুলো প্রচারে বেরিয়ে ইসকন মন্দিরে কীর্তনে অংশ নিলেন অভিজিৎ গাঙ্গুলি, বাজালেন খঞ্জনিও নিতম্বের খাঁজ দেখিয়ে ছবি পোস্ট অভয়ের! ‘ক্যামেরা গর্ভবতী হয়ে যাবে’, বললেন নেটিজেন পাকিস্তানে ঝাঁপ বন্ধ করল চিনের সংস্থা, ২০০০জনকে ছাঁটাই, জঙ্গি হামলার জের! পুলকিতের মাকে শ্রদ্ধা জানিয়ে বিয়েতে গোলাপি লেহেঙ্গায় কৃতি! নেপথ্যে বিশেষ কারণ সকালে নুন জল পান করলে কী হয়? কোন ভয়াবহ তথ্য দিলেন বিশেষজ্ঞরা বাংলাদেশে ছবি করে কপালে চিন্তার ভাঁজ, বকেয়া পারিশ্রমিক উদ্ধারের আর্জি জানালেন ঋ ‘‌তৃণমূল নেতাদের গ্রেফতার করতে হবে’‌, এনআইএ’‌র-বিজেপির গোপন বৈঠকের দাবি কুণালের নেই নির্বাচনী প্রচারের চাপ, কাশ্মীর বেড়াতে গিয়ে বরফে গড়াগড়ি খাচ্ছেন মিমি!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.