বিহার বিধানসভা নির্বাচনের জন্য দলীয় প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ব্যবহারের প্রয়োজন নেই, জানালেন লোক জনশক্তি পার্টি প্রধান চিরাগ পাসোয়ান।
তিনি বলেন, ‘প্রচারে প্রধানমন্ত্রী মোদীর ছবি ব্যবহার করার আমার প্রয়োজন নেই। তিনি আমার হৃদয়ে রয়েছেন, আমি তাঁর হনুমান। দরকার পড়লে বুক চিরে তা দেখাতে পারি।’
প্রসঙ্গত, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে আক্রমণ করার পরে সম্প্রতি এনজডিএ জোট ছেড়ে বেরিয়ে এসেছে চিরাগের দল। তার জেরে বিজেপি নেতা সুশীল মোদী এলজেপি-র বিরুদ্ধে অভিযোগ এনে দাবি করেন, দূরত্ব বাড়াতে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে প্রচারে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করছে না প্রাক্তন এনডিএ শরিক।
সুশীল মোদীর অভিযোগ ভুল প্রমাোণিত করার তাগিদে বিজেপি-র প্রতি আনুগত্য দেখাতে চিরাগ জানিয়েছেন, বিধানসভা নির্বাচনে প্রাক্তন জোটসঙ্গীর বিরুদ্ধে প্রার্থী দেবে না তাঁর দল। একই সঙ্গে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে একজন বিজেপি নেতাকেই তিনি মসনদে বসাবেন বলে দাবি করেছেন প্রয়াত রামবিলাস পাসোয়ানের ছেলে।
চিরাগের কথায়, ‘প্রধানমন্ত্রীর উপরে আমার সম্পূর্ণ আস্থা রয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস, ১০ নভেম্বরের পরে বিজেপি ও এলজেপি বিহারে যৌথ সরকার গড়বে।’
প্রসঙ্গত, কিছু দিন আগেই নীতিশের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে চিরাগ বলেছিলেন, মুখ্যমন্ত্রীর উচিত প্রধানমন্ত্রীর ছবি দফতরে ব্যবহার করা। নির্বাচন রণনীতি নিয়ে দলীয় অনলাইন বৈঠকে তিনি জানিয়েছেন, ‘আমাদের চিন্তা-ভাবনা প্রধানমন্ত্রীর সঙ্গে মেলে। আমাদের সম্পর্ক হৃদয়ঘটিত।’
মোট তিন দফায় ২৮ অক্টোবর এবং নভেম্বরের ৩ ও ৭ তারিখে বিহারে বিধাসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ভোট গণনা ও ফল প্রকাশ হবে ১০ নভেম্বর।