বাংলা নিউজ > ঘরে বাইরে > দেশের এই রাজ্যের ১১ জেলায় খরা পরিস্থিতি, ৫০০ কোটি অনুদান বরাদ্দ করল সরকার

দেশের এই রাজ্যের ১১ জেলায় খরা পরিস্থিতি, ৫০০ কোটি অনুদান বরাদ্দ করল সরকার

বিহারের ১১ জেলায় খরা পরিস্থিতি। প্রতীকী ছবি (AP Photo/Steven Senne, File) (AP)

বিহার রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ডিজেলের ক্ষেত্রেও ভর্তুকি দেওয়া হবে। এক্ষেত্রে খরচ সামাল দেওয়ার জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। অন্যদিকে একাধিক বিভাগে কর্মী সংকট মেটাতেও তৎপর হচ্ছে বিহার সরকার। রাজ্য মন্ত্রিসভা বিভিন্ন বিভাগে অন্তত ২৪০০টি পদের অনুমোদন দিয়েছে।

সুভাষ পাঠক

বিহারের ১১টি জেলার ৯৬টি ব্লকের ৯৩৭টি পঞ্চায়েত এলাকাকে খরা কবলিত বলে ঘোষণা করেছে রাজ্য বিধানসভা। তার জেরে এবার রাজ্য সরকারের তহবিল থেকে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মূলত খরা কবলিত এলাকায় থাকা পরিবারগুলিতে সহায়তা করতেই এই উদ্যোগ।

অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ক্য়াবিনেট এস সিদ্ধার্থনাথ জানিয়েছেন, পর্যাপ্ত বৃষ্টি না হওয়াতেই খরা পরিস্থিতি তৈরি হয়েছে। সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে চিহ্নিত করার জন্য় আধিকারিকদের বলা হয়েছে। প্রতিজনকে ৩৫০০ টাকা করে সহায়তা দেওয়া হবে। কৃষিজ ফসলের চাষের ক্ষেত্রেও নানা সরকারি ভর্তুকি পাবেন তাঁরা।

অন্যদিকে বিহার রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ডিজেলের ক্ষেত্রেও ভর্তুকি দেওয়া হবে। এক্ষেত্রে খরচ সামাল দেওয়ার জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। অন্যদিকে একাধিক বিভাগে কর্মী সংকট মেটাতেও তৎপর হচ্ছে বিহার সরকার। রাজ্য মন্ত্রিসভা বিভিন্ন বিভাগে অন্তত ২৪০০টি পদের অনুমোদন দিয়েছে।

অন্যদিকে রাজ্য বিধানসভা ইতিমধ্যেই কর্মী ও অবসরপ্রাপ্তদের ৪ শতাংশ করে ডিএ বৃদ্ধির ব্যাপারে সম্মতি জানিয়েছে। চলতি বছরের জুলাই থেকে এই ডিএ বৃদ্ধির বিষয়টি ধরা হবে। সব মিলিয়ে এই বর্ধিত ডিএর জন্য সরকারের অন্তত ৮৬৩ কোটি টাকা খরচ হতে পারে।

 

ঘরে বাইরে খবর

Latest News

কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায় কং প্রার্থীর তফশিলি শংসাপত্র খারিজ মনোনয়ন জমার শেষদিনে, ওয়াকওভার পেতে পারে NDA শাকিবের সঙ্গে চেঙ্গিজের মিল! ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই 'তুফান' তুলল মিমির ছবি পেটের মেদ ঝরান এভাবে! খুব বেশি সমস্যায় পড়তে হবে না CAA-র জন্য 'যোগ্যতা সার্টিফিকেট' দিতে পারবেন স্থানীয় পুরোহিত, বড় দাবি রিপোর্টে ‌দিলীপের বিরুদ্ধে দায়ের হল এফআইআর, মুখ্যমন্ত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণের জের তৃণমূলের মৃতপ্রায় দশা, বললেন লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী ইঁদুর মারা চলবে না, শব্দ তরঙ্গের মাধ্যমে তাড়ানোর ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.