ছটপুজো উদযাপনের সময় ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুতর ভাবে আহত হলেন ৩০ পূণ্যার্থী। ঘটনাটি ঘটেছে বিহারের রাজধানী থেকে ১৫০ কিমি দূড়ে আবস্থিত ঔরঙ্গাবাদে। জানা গিয়েছে, একটি গ্যাস সিলিন্ডার ফেটে এই বিপত্তি ঘটে। সেই সময় পুজোর জন্য নৈবেদ্য তৈরি করা হচ্ছিল। ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, আহতদের মধ্যে ২৫ জনের অবস্থা খুব আশঙ্কাজনক। যাঁর বাড়িতে আগুন লাগে, তাঁর নাম অনিল গোস্বামী। ভক্তদের সেখান থেকে উদ্ধার করতে গিয়া আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মীও। অনেকের মুখ পুড়ে গিয়েছে।
এদিকে জানা গিয়েছে, উদ্ধারকাজ চালানোর সময় বেশ কয়েকজন পুলিশকর্মীও আহত হন। এক পুলিশকর্মী এই বিষয়ে বলেন, ‘আমরা ফোনে জানতে পারি যে আগুন লেগেছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি লোকজন আগুন নেভানোর চেষ্টা করছে। আমিও তাদের সাহায্য করার চেষ্টা শুরু করি। কিন্তু একটা পাইপ ধরতেই একটা বিস্ফোরণ হল এবং আমার গায়ে আগুন ধরে গেল। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণেই এই বিপত্তি বলে জানা গিয়েছে।’ এদিকে পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে গিয়ে পৌঁছোয় দমকল বাহিনীও। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আহতদের মধ্যে রয়েছেন মহিলা কনস্টেবল প্রীতি কুমারী, জেলা সশস্ত্র পুলিশ কনস্টেবল অখিলেশ কুমার জগলাল, বিশেষ সহকারী পুলিশ জওয়াব মুকুন্দ রাও এবং জগললাল প্রসাদ, নগর পরিষদের প্রার্থী অখিলেশ ওড়িয়া, রাজীব কুমার, শবদির, আসলাম, সুদর্শন।
এই ঘটনা প্রসঙ্গে এক স্থানীয় বলেন, ‘যখন ছট পূজার প্রসাদ তৈরি করা হচ্ছিল, তখন সেখানে সিলিন্ডার থেকে গ্যাস বের হতে শুরু করে। সিলিন্ডার ফুটো হয়ে যাওয়ায় আগুন লেগে যায়। কয়েক ডজন মানুষ আগুন নেভানোর চেষ্টা করে।’ সিটি পুলিশ স্টেশনের সাব ইনস্পেক্টর বিনয় কুমার সিং জানিয়েছেন, ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের কারণেই এই আগুন লেগেছে।