বাংলা নিউজ > ঘরে বাইরে > Bihar election results 2020- মাত্র কুড়ি শতাংশ ভোট গোনা হয়েছে সাড়ে বারোটা অবধি

Bihar election results 2020- মাত্র কুড়ি শতাংশ ভোট গোনা হয়েছে সাড়ে বারোটা অবধি

সবার নজর টিভির পর্দায় (PTI)

ঠিক কত আসনে এলজেপির জন্য গেরুয়া জোট হারে, সেদিকেও নজর রাখছে রাজনৈতিক পর্যবেক্ষকরা

বিহারের বুথ ফেরত সমীক্ষায় অনেকটাই এগিয়ে থাকবে মহাগঠবন্ধন, ইঙ্গিত মিলেছিল। সকালে ইভিএম খোলার পরেও সেই সম্ভাবনাই প্রবল হয়ে উঠেছিল। কিন্তু যত রাউন্ড ভোট গণনা হচ্ছে, দেখা যাচ্ছে লড়াইয়ে ফিরে আসছে শাসক এনডিএ। 

দুপুর একটার সময় প্রাপ্ত লিড অনুযায়ী ১২৮ আসনে এগিয়ে এনডিএ, ১০৪ আসনে মহাগঠবন্ধন, ৩ আসনে এলজেপি ও আটটি আসনে এগিয়ে অন্যান্যরা। প্রথম দফায় ভোট হয়েছিল সেখানে। অর্থাৎ পরবর্তী দফাগুলিতে অপেক্ষাকৃত ভালো করেছে এনডিএ। 

বিহারের নির্বাচন কমিশনের সিইও জানিয়েছেন, চার কোটি ভোটের মধ্যে সাড়ে বারোটা অবধি মাত্র ৮০ লাখ ভোট গোনা হয়েছে। কোভিডের জন্য অনেক বেশি বুথ হওয়ায় গণনায় দেরি হবে ও সব মিটতে রাত হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। 

বিহারে সবচেয়ে বৃহৎ দল হিসেবে উঠে আসছে বিজেপি। পিছনে ফেলি দিচ্ছে তেজস্বীর রাষ্ট্রীয় জনতা দল। অন্যদিকে আগের চেয়ে খারাপ করছে জেডিইউ যদিও বিজেপি বলছে যে প্রতিশ্রুতিমতোই মুখ্যমন্ত্রী হবেন নীতিশ কুমার। ঠিক কত আসনে এলজেপির জন্য গেরুয়া জোট হারে, সেদিকেও নজর রাখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

বন্ধ করুন