বাংলা নিউজ > ঘরে বাইরে > Bihar Election Results 2020: BJP প্রায় দ্বিগুণ আসন জিতলেও নীতিশই বিহারের মুখ্যমন্ত্রী, ছাড়পত্র মোদীর

Bihar Election Results 2020: BJP প্রায় দ্বিগুণ আসন জিতলেও নীতিশই বিহারের মুখ্যমন্ত্রী, ছাড়পত্র মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ছবি সৌজন্য এএনআই)

মোদী বলেন, 'নির্বাচন জেতার রহস্য একটাই - সবকা সাথ, সবকা বিকাশ।'

জেডিইউয়ের থেকে প্রায় দ্বিগুণ বেশি আসন এসেছে। তা সত্ত্বেও নীতিশ কুমারই বিহারের কুর্সিতে বসবেন বলে দাবি করছিলেন বিজেপির শীর্ষ নেতারা। তাতে সিলমোহর বসিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিহার জয়ের উদযাপনে মঙ্গলবার নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে ‘ধন্যবাদ বিহার’-এ ভাষণ দেন। সেখানে তিনি জানান, নীতিশ কুমারের নেতৃত্বে বিহারে উন্নয়নের সরকার চালাবে এনডিএ। যদিও অধিকাংশ সময় বিহারে জয়ের জন্য বিজেপিকে কৃতিত্ব দেন। এনডিএ জোটের সাফল্যের জন্য খুব অল্প সময় ব্যয় করেন। 

মোদী দাবি করেন, বিজেপি সরকার যেভাবে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করেছে, তার প্রভাব পড়েছে ভোটবাক্সে। করোনা পরিস্থিতির মধ্যেও কৃষি, মহাকাশ, অর্থনীতি-সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। যা আদতে ভোটারদের মন জয় করে নিয়েছে বলে দাবি করেন মোদী। তাঁর কথায়, ‘করোনাভাইরাসের জন্য আমরা সবাই অভূতপূর্ব বছরের পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি। আমরা সবাই কষ্টের মুখে পড়েছিলাম। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হল, আমরা কতজনের জীবন বাঁচাতে পেরেছি। করোনার প্রকোপ থেকে বাঁচিয়ে দেওয়া প্রত্যেকেই প্রমাণ করছেন যে ভারত কত ভালোভাবে (করোনার) মোকাবিলা করেছে।’ মোদী আরও বলেন, ‘জনতা কার্ফু থেকে আজ পর্যন্ত আমরা যেভাবে মহামারীর বিরুদ্ধে লড়াই করেছি, তা এই নির্বাচনের ফলাফলে ফুটে উঠেছে।’

বন্ধ করুন