সিসিটিভিতে দেখা যাচ্ছে, কিশোরি রাস্তা দিয়ে পড়ার ব্যাগ নিয়ে যাচ্ছে। তার অনেক আগে থেকে সেখানে এসে অপেক্ষা করছিল যুবক। টুপি পরা ওই যুবক নাবালিকাকে দেখতে পেয়েই বন্দুক উঁচিয়ে গুলি করতে থাকে। ঘটনা ঘিরে চাঞ্চল্য তৈরি হওয়ার আগেই ছুটে পালায় যুবক। ঘটনা বিহারের পাটনার কাছে বেউর থানা এলাকার।
জানা গিয়েছে নাবালিকা নবম শ্রেণির পড়ুয়া। ঘটনার দিন সে এলাকায় একটি টিউশনে যায়। তখনই তাকে দেখতে পেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা ওই যুবক বন্দুক উঁচিয়ে গুলি করে। জানা গিয়েছে ওই যুবকের সঙ্গে নাবালিকার প্রণয়ের সম্পর্ক ছিল। তবে সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই বিপত্তির সূত্রপাত। পাটনার কাছে ইন্দ্রপুরী রোডের কাছে এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মুহূর্তে লুটিয়ে পড়ে নাবালিকা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে। জানা গিয়েছে, ঘটনার সময় এলাকা থেকে ২০০ মিটারের মধ্যেই ছিলেন মেয়েটির বাবা। পেশাগতভাবে নাবালিকার বাবা ব্যবসায়ী। তিনি ঘটনাস্থল থেকে মেয়েকে হাসপাতালে নিয়ে যান। নীতীশ কুমারের হেলিকপ্টার মাঝ আকাশে আচমকা ঘুরে পৌঁছল গয়ায়! কী ঘটেছে?
পুলিশ বলছে, গোটা ঘটনার কেন্দ্রে থাকতে পারে প্রেমের সম্পর্কের কারণ। প্রাথমিকভাবে পুলিশ বলছে, দুজনের মধ্যে টিউশন পড়া নিয়ে বিবাদ হয়। সম্পর্কে ফাটল আগেই ছিল। তারপর নাবালিকা নিজের কোচিং সেন্টার বদলে নিতেই সমস্যা বাড়ে। এতে তার প্রাক্তন প্রেমিক ক্ষুব্ধ হয়। আর তারফলে বাড়ে বিবাদ। সেই ক্ষোভে রাগ থেকেই এমন গুলিবিদ্ধ করার ঘটনা সামনে এসেছে।