এবার খবরে বিহারের শিক্ষামন্ত্রী। বিহারের নীতিশ কুমার সরকারের শিক্ষামন্ত্রী চন্দ্রশেখর সদ্য রামচরিতমানসের সঙ্গে সায়ানাইডের তুলনা করে বিতর্কের আলোয়। উল্লেখ্য, রামায়ণের ওপর আধারিত রামচরিতমানসের মতো ধর্মীয় গ্রন্থের সঙ্গে পটাশিয়াম সায়ানাইডের এই তুলনা আরও একবার নয়া বিতর্ক তৈরি করেছে ডিএমকের উদয়নিধি স্ট্যালিনের সনাতন ধর্ম মন্তব্য ঘিরে বিতর্কের পর।
উল্লেখ্য, সদ্য ‘হিন্দি দিবস’ উপলক্ষ্যে আয়োজিত এক সভায় বক্তব্য রাখছিলেন বিহারের মন্ত্রী চন্দ্রশেখর। সেখানেই তিনি বলেন, ‘যদি ৫৫ রকমের খাবারের পদ সায়ানাইড দিয়ে মিশিয়ে দেওয়া হয়, তাহলে কি আপনি তা খাবেন? হিন্দু ধর্মের ধর্মগ্রন্থের ক্ষেত্রেও তাই।’ এখানেই শেষ নয়। চন্দ্রশেখর এরপর বলেন, ‘আর এই কারণে আমার কঠোর বিরোধিতা রয়েছে রামচরিত মানসে, আর সারা জীবনধরে সেই বিরোধিতা করব। এমনকি আরএসএস প্রধান মোহন ভাগবতও এই নিয়ে মুখ খুলেছেন।’ তিনি তাঁর বক্তব্যের সমর্থনে বাবা নাগার্জুন ও লোহিয়ার প্রসঙ্গ টেনে আনেন। চন্দ্রশেখর বলছেন, যতক্ষণ না পাঁকে যাঁরা পা রাখছেন তাঁদের জাতের পরিবর্তন হচ্ছে, ততক্ষণ এদেশে প্রয়োজন হবে সংরক্ষণের। কার্যত সাফ ভাষায় চন্দ্রশেখর বলে দিচ্ছেন যে, জাতপাত ঘিরে সমস্যা না কেটে যাওয়া পর্যন্ত সংরক্ষণ এদেশে প্রয়োজন।
এদিকে, এই ইস্যুতে বিজেপি আক্রমণ করতে ছাড়েনি নীতীশ কুমার সরকারকে। বিজেপির মুখপাত্র নীরজ কুমার বলেছেন, ‘মন্ত্রী চন্দ্রশেখর বারবার রামচরিতমানস নিয়ে বিতর্কিত মন্তব্য করছেন। নীতীশ কুমার কি এসব শুনতে পাননা? নীতীশ কুমার ক্রমাগত সনাতন ধর্মকে অপমান করছেন।’ নীরজ বলছেন, যজি চন্দ্রশেখরের হিন্দু ধর্ম নিয়ে সমস্যা থাকে, তাহলে তিনি ধর্ম পরিবর্তন করে নিন। লোকজনশক্তি পার্টির চিরাগ পাসওয়ানও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, ‘শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করা হোক। এ ধরনের বক্তব্য দিয়ে তাঁরা নতুন প্রজন্মকে বিষিয়ে তুলছেন। বিহারের শিক্ষামন্ত্রীর লজ্জা হওয়া উচিত। রামচরিতমাসকে পটাশিয়াম সায়ানাইড আখ্যা দিয়ে তারা নতুন প্রজন্মের মনকে বিষিয়ে তুলছেন।’
বিষয়টি নিয়ে মুখ খোলেন আরজেডি নেতা তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তিনি বলেন,' এটি একটি ব্যক্তিগত ব্যাপার, ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত একটি প্রশ্ন। আমরা সংবিধানে বিশ্বাসী এবং আমরা মনে করি যে এ জাতীয় বিষয়ে কথা বলা ঠিক নয় এবং উপেক্ষা করা উচিত।'
উল্লেখ্য, কয়েকদিন আগেই সনাতন ধর্ম ঘিরে একটি মন্তব্যের জেরে গোটা দেশে কার্যত বিতর্কের ঝড় তুলেছিলেন তামিলনাড়ুর মন্ত্রী তথা ডিএমকের নেতা উদয়নিধি স্ট্যালিন। তিনি সনাতন ধর্মের সঙ্গে তুলনা করেছিলেন ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো রোগের। সেই মন্তব্য নিয়ে বিজেপি বিপক্ষের ইন্ডিয়া জোটকে কটাক্ষ করতে ছাড়েনি। সদ্য প্রধানমন্ত্রী মোদী এই নিয়ে মন্তব্য করেছেন। দেশের বহু মন্দিরের পুরোহিতরা স্ট্যালিনের বিরুদ্ধে বক্তব্য রাখেন। তারই মাঝে রামচরিতমানস নিয়ে চন্দ্রশেখরের মন্তব্যে শুরু হল নয়া বিতর্ক।