বাংলা নিউজ > ঘরে বাইরে > Maoist issue: 'বিহার এখন মাওবাদী মুক্ত', বার্তা সিআরপিএফের ডিজির, সাফল্য ঘিরে স্বরাষ্ট্রমন্ত্রীর 'শাহি' প্রশংসা

Maoist issue: 'বিহার এখন মাওবাদী মুক্ত', বার্তা সিআরপিএফের ডিজির, সাফল্য ঘিরে স্বরাষ্ট্রমন্ত্রীর 'শাহি' প্রশংসা

কুলদীপ সিং।

সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ডিজি কুলদীপ সিং বুধবার একটি প্রেস কন্ফারেন্সে ফোর্সের সাফল্যের খতিয়ান তুলে ধরেন। সেখানেই তিনি জানান যে, বিহার বর্তমানে মাওবাদী সন্ত্রাসমুক্ত। যে ঘটনা নিয়ে প্রশস্তিবাক্য উঠে এসেছে স্বয়ং অমিত শাহের তরফে।

বুধবার ওই প্রেস কন্ফারেন্সে সিআরপিএফের ডিজি বলেন, কোনও কোনও মাওবাদীরা সম্ভবত তোলাবাজির গ্যাং হিসাবে রয়েছে, তবে মাওবাদী সংগঠনকে থেকে আগের মতো দাপট আর তাদের নেই। বুধবারের এই প্রেস কন্ফারেন্সে কুলদীপ সিং বলেন, বিহারে এই মুহূর্তে কোনও মাওবাদী শক্তি নেই। তিনি বলেন, 'আমরা এখন বলতে পারি যে বিহার মাওবাদী মুক্ত।

 তোলাবাজির গ্যাংস হিসাবে তাদের পরিচিতি থাকতে পারে, তবে বিহারে এমন কোনও জায়গা নেই যেখানে মাওবাদীরা দাপট দেখাচ্ছে। বিহার আর ঝাড়খণ্ডে এমন কোনও জায়গা নেই যেখানে ফোর্স যেতে পারবে না।' এদিকে, কুলদীপ সিংয়ের এই বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই টুইটে এই ঘটনাকে সাধুবাদ জানান অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রশংসা করেন ফোর্সের এই কর্মকাণ্ডের।

কুলদীপ সিং জানান,'অপারেশন অক্টোপাস', 'অপারেশন থান্ডারস্টর্ম', 'অপারেশন বুলবুল'এর মতো একাধিক অপারেশনে অংশ নিয়েছে সিআরপিএফ। যার হাত ধরে মাওবাদী দমন সম্ভব হয়েছে। বুড়াপাহাড় এলাকা সম্পূর্ণ মাওবাদী মুক্ত করা গিয়েছে বলেও তিনি জানান। এছাড়াও ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ে বিদ্রোহীদের থেকে সীমানা এলাকা ছিনিয়ে নেওয়া গিয়েছে বলেও জানান তিনি। 

তিনি জানান, গত ৩২ বছর ধরে বুড়া পাহাড় মাওবাদীদের দখলে ছিল। অপারেশন অক্টোপাসের সময় সেখানে হেলিকপ্টার মারফৎ ট্রপুপ পাঠানোর কথাও তিনি বলেন। কুলদীপ সিং জানান, লাল উগ্রপন্থা মাওবাদ অনেকাংশেই কমে গিয়েছে, আগের চেয়ে ৭৭ শতাংশ কমতি এসেছে বলেও তিনি জানান। মৃত্যুর সংখ্যাও ৮৫ শতাংশ কমে এসেছে বলে তিনি তথ্য তুলে ধরেন।

পরবর্তী খবর

Latest News

লালবাগচার দর্শনে গিয়ে হেনস্থার শিকার অভিনেত্রী সিমরন! বললেন, ‘ধাক্কা দিয়ে…’ সংস্কারের পথে কালিম্পং-এর মর্গ্যান হাউস, পুরনো ঐতিহ্য বজায় থাকছে কি ধরনামঞ্চে হামলার চক্রান্ত, অডিয়ো ক্লিপের সূত্রে গ্রেফতার হলেন CPIM নেতা! পুজোর আগে চিন্তা দূর বাংলার বহু সরকারি কর্মীর, নয়া বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের অনুদান ফেরানো পুজো কমিটিগুলির ‘বন্ধু’ হতে চায় বিজেপি? প্রথম বলটা আত্মবিশ্বাসের সঙ্গে খেলবে- রোহিতের সেই কথা আজও ভোলেননি ধ্রুব জুরেল মেয়ের বয়সী তরুণীকে আটকে রেখে ২ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা রান্নাপুজোয় পাতে থাকবে না ইলিশ, মনখারাপ ছড়িয়েছে বাঙালির রান্নাঘরে ধেয়ে আসছে দুর্যোগের কালো মেঘ, কলকাতা থেকে মাত্র ১০০ কিমি দূরে গভীর নিম্নচাপ পুলিশ আমাকে ডেকেছিল, পুলিশই টাকা মিটিয়েছে, দাবি সেদিন শববাহী গাড়ির চালকের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.