বাংলা নিউজ > ঘরে বাইরে > Cow smuggling in Bihar: ডাক পার্সেল লেখা কন্টেনারের আড়ালে বাংলাদেশে গরু পাচারের চেষ্টা! ধৃত ২

Cow smuggling in Bihar: ডাক পার্সেল লেখা কন্টেনারের আড়ালে বাংলাদেশে গরু পাচারের চেষ্টা! ধৃত ২

গরু পাচারের চেষ্টা। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

গরু বাংলাদেশে পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। গত রবিবার গোপন সূত্রে গরু পাচারের খবর পেয়ে দেহরো টাউন থানার পুলিশ সেখানে হানা দেয়। পুলিশ সেখানে একটি ডাক পার্সেল লেখা বিশাল কন্টেইনার দেখতে পায়। তা দেখে সন্দেহ হতেই কন্টেইনারটিকে আটকে দেয় পুলিশ এবং ড্রাইভারকে এর ভিতরে কী আছে তা দেখাতে বলে।

গরু পাচারকাণ্ডে তোলপাড় পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি। এরই মধ্যে এবার বিহারে আন্তর্জাতিক গরু পাচারচক্রের হদিস পেল পুলিশ। রোহতাস পুলিশ সম্প্রতি অভিযান চালিয়ে দেহরি-অন-সোনের কাছে জিটি রোডে একটি কন্টেইনার থেকে ৫৯টি গরু ও বাছুর উদ্ধার করেছে। ঘটনায় ২ পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। কন্টেইনারে নাগাল্যান্ড রেজিস্ট্রেশন নম্বর রয়েছে। সেটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

ঝাড়খণ্ড থেকে গরুপাচার বীরভূমে! রুখে দিল তৃণমূল কর্মীরা, উদ্ধার ২২টি গরু

প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, ওই সমস্ত গরু বাংলাদেশে পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। গত রবিবার গোপন সূত্রে গরু পাচারের খবর পেয়ে দেহরো টাউন থানার পুলিশ সেখানে হানা দেয়। পুলিশ সেখানে একটি ডাক পার্সেল লেখা বিশাল কন্টেইনার দেখতে পায়। তা দেখে সন্দেহ হতেই কন্টেইনারটিকে আটকে দেয় পুলিশ এবং ড্রাইভারকে এর ভিতরে কী আছে তা দেখাতে বলে।

তবে চালক পুলিশকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তিনি পুলিশকে জানান, কন্টেইনারে দামি পার্সেল রয়েছে যা খোলার পরে ক্ষতিগ্রস্থ হতে পারে। তাতে পুলিশের সন্দেহ আরও বেড়ে যায়। এরপর কন্টেইনারটি খুলতেই পুলিশ দেখে তাতে রয়েছে ৫৯টি গরু। সেগুলি কন্টেইনারেররর নিষ্ঠুরভাবে রাখা হয়েছিল। সেখানে বায়ুচলাচলের কোনও ব্যবস্থা ছিল না। পশুখাদ্যও ছিল না। পুলিশ জানতে পেরেছে, নাগাল্যান্ড রেজিস্ট্রেশন নম্বর সহ কন্টেইনারটি উত্তরপ্রদেশ থেকে আসছিল।

জেলার পুলিশ সুপার আশিস ভারতী জানিয়েছেন, যে চালক এবং একজন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে গরু পাচার ও পশুদের উপর নিষ্ঠুরতার আইনে মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় আন্তর্জাতিক পাচারচক্র জড়িত রয়েছে বলে মনে করা হচ্ছে। এরজন্য ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘরে বাইরে খবর

Latest News

'ভেবেছিলাম সমস্যা হবে...', সপ্তর্ষিকে বিয়ে করার অনুমতি সোহিনীকে কে প্রথম দেন? বাংলায় নতুন আটটি মেডিক্যাল কলেজের অনুমোদন, চিকিৎসা জগতে বড় সুখবর তোমাকে প্রার্থী করতে পারলাম না, বরাহনগরের কাউন্সিলরকে ফোন মমতার কংগ্রেস থেকে মোদী শিবিরে গোবিন্দা, শিবসেনায় যোগ দিলেন অভিনেতা, লড়তে পারেন ভোটে এই শনি-রবিবার খোলা থাকছে বেশ কিছু ব্যাঙ্ক! দেখুন তালিকা দক্ষিণে আসন সমঝোতা নিয়ে জোর চেষ্টা করছে সিপিএম, কংগ্রেসের দাবি বাড়ছে 'কত কী সয়ে যেতে হয়...',ভালোবাসায় সিলমোহর! শোভনের বুকে মাথা রাখলেন সোহিনী কংগ্রেসে যোগদান করে INDIA জোটকে সমর্থন করলেন অজয় এডওয়ার্ড লাইমলাইট থেকে দূরে থাকেন, জানেন এখন কোথায় আছেন অক্ষয় খান্না, কী করেন তিনি শক্তিশালী সৈন্যরাই সবচেয়ে কঠিন পরীক্ষায় বসে- MI প্লেয়ারদের তাতালেন হার্দিক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.