পেছনে কে? 'পেগাসাস নিয়ে তদন্ত হওয়া খুব দরকার,' জানিয়ে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী
1 মিনিটে পড়ুন . Updated: 02 Aug 2021, 07:28 PM IST- 'কারা ফোন ট্যাপিং বা হ্যাকিংয়ের পেছনে রয়েছে এটা জানা খুব দরকার। সেজন্যই তদন্ত হওয়া প্রয়োজন।'
পেগাসাস নিয়ে বিস্তারিত তদন্ত করা দরকার।নিজের মনোভাবের কথা জানিয়ে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। জনতার দরবারে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘পেগাসাস নিয়ে আলোচনা হওয়া দরকার। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে সরকারের পদক্ষেপ নেওয়া দরকার। কারা ফোন ট্যাপিং বা হ্যাকিংয়ের পেছনে রয়েছে এটা জানা খুব দরকার। সেজন্যই তদন্ত হওয়া প্রয়োজন।’ সংসদে বিরোধীদের দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘ফোনে আড়ি পাতার বিষয়ে কোনও নির্দিষ্ট প্রমাণ থাকলে তা প্রকাশ্যে আসা দরকার।’ তবে গত সপ্তাহে বিহারের মুখ্যমন্ত্রী এই আড়িপাতার অভিযোগকে ঘিরে অসন্তোষ প্রকাশ করেছিলেন। সাংবাদিক, বিরোধী দলের নেতৃত্বের ফোনে আড়ি পাতার বিষয়টি টেকনোলজির অশুভ দিক বলেও তিনি উল্লেখ করেছিলেন। তিনি বলেছেন, ‘কখনও প্রযুক্তিবিদ্যা যেটির শুভ দিক রয়েছে, সেটিকে অপব্যবহারও করা হয়। ’
অন্য প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে জাতীয় নেতা হিসাবে তুলে ধরার জন্য দলের একাধিক নেতা চেষ্টা করেন। কিন্তু আমি বিহারের মানুষকে সেবা করতেই চাই।' তিনি জানিয়েছেন ওম প্রকাশ চৌতালার সঙ্গে তাঁর দেখা হয়েছে। তবে সেটা পুরোপুরি ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে। এর সঙ্গে রাজনীতির কোনও বিষয় নেই। পাশাপাশি তিনি জানিয়েছেন, কাস্ট ভিত্তিক জনগনণার ব্যাপারে একটি প্রস্তাব ২০১৯ সালে রাজ্য বিধানসভা নিয়েছিল। ২০২০ সালেও সেই একই প্রস্তাব নেওয়া হয়েছে।