প্রথম থেকেই বিহার বিধানসভার পদ থেকে পদত্যাগ না করার বিষয়ে অনড় ছিলেন বিজয় কুমার সিনহা। আজ সকালেও দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব স্পষ্ট নয়। তবে আস্থা ভোটের আগে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন বিজেপি নেতা। এই আবহে জেডিইউর নরেন্দ্র যাদব অধিবেশনের সভাপতিত্ব করবেন বলে জানা গিয়েছে।
পদত্যাগের আগে বিজয় বলেন, ‘এই চেয়ার হল পঞ্চ পরমেশ্বর। চেয়ারের প্রতি সন্দেহ পোষণ করে আপনি কী বার্তা দিতে চান? জনগণ সিদ্ধান্ত নেবে।’ তিনি আরও বলেন, ‘আমি আপনাদের বলতে চাই যে আপনাদের অনাস্থা প্রস্তাব (স্পিকারের বিরুদ্ধে) অস্পষ্ট। নয়জনের চিঠির মধ্যে আটটিই নিয়ম অনুযায়ী জমা করা হয়নি।’ তবে এসব বলার পরও শেষ পর্যন্ত পদত্যাগ করেন তিনি। প্রসঙ্গত, সপ্তাহ দুয়েক আগেই বিজেপির সঙ্গ ত্যাগ করে আরজেডি-র সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করেন নীতীশ কুমার। আজ বিধানসভায় সেই সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার পালা।
আরও পড়ুন: চাকরি পেতে ঘুষে দিতে হত জমি! সাংসদ সহ শাসকদলের দুই শীর্ষ নেতার বাড়িতে CBI
প্রসঙ্গত, বিহার বিধানসভার মোট আসন সংখ্যা ২৪৩৷ সরকার গঠনের জন্য নীতীশের পক্ষে ১২২ জন বিধায়কের সমর্থন প্রয়োজনীয়৷ এই আবহে নীতীশের দাবি, তাঁদের 'মহাগঠবন্ধন'-এর পক্ষে ১৬০ জনেরও বেশি বিধায়কের সমর্থন রয়েছে৷ বিহারের মসনদে থাকা মহাজোটে বর্তমানে রয়েছে নীতীশের দল জেডি (ইউ), লালুপ্রসাদ যাদবের দল আরজেডি এবং কংগ্রেস, সিপিআই (এমএল), সিপিআই ও সিপিআই (এম)৷