বাংলা নিউজ > ঘরে বাইরে > ২০২৪-তেও মোদী! প্রধানমন্ত্রী হিসেবে নীতীশ দ্বিতীয় পছন্দ বিহারের: সমীক্ষা

২০২৪-তেও মোদী! প্রধানমন্ত্রী হিসেবে নীতীশ দ্বিতীয় পছন্দ বিহারের: সমীক্ষা

২০২৪ সালেও প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকেই দেখতে চান বিহারের মানুষ। তেমনই ইঙ্গিত মিলল একটি সমীক্ষায়। ওই জনমত সমীক্ষা অনুযায়ী, দ্বিতীয় তালিকায় আছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তৃতীয় স্থানে আছেন রাহুল।