একটি অলাভজনক সংস্থা বা এনজিও-কে ৫ কোটি মার্কিন ডলার অনুদান দিয়েছেন ধনকুবের বিল গেটস। লক্ষ্যণীয় বিষয় হল, মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন করছে ওই সংস্থা। তাই এই অনুদান নজর কেড়েছে সব মহলের। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস।
সংশ্লিষ্ট প্রতিবেদন অনুসারে, ওই সংস্থার নাম হল - ফিউচার ফরওয়ার্ড। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তারাই হল কমলা হ্যারিসের জন্য অনুদান সংগ্রহকারী প্রধান 'আউটসাইড ফান্ড রাইজিং গ্রুপ'।
তবে, এখনও পর্যন্ত অন্তত প্রকাশ্যে কমলা হ্যারিসকে কোনও সমর্থন জানানি বিল গেটস। যদিও ওই একই প্রতিবেদনে আরও একটি দাবি করা হয়েছে। সেই অনুসারে, বিল গেটস নাকি তাঁর ঘনিষ্ঠ এবং বন্ধু মহলে ডোনাল্ড ট্রাম্পের ফের একবার আমেরিকার প্রেসিডেন্ট পদে বসা নিয়ে 'উদ্বেগ' প্রকাশ করেছেন।
'বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন', যা কিনা বিল গেটস এবং তাঁর প্রাক্তন স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের জনহিতকর সংস্থা, তাদের তরফেও ডোনাল্ড ট্রাম্পের ফের একবার প্রেসিডেন্ট হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
তাদের উদ্বেগের কারণ হল, ডোনাল্ড ট্রাম্প ফের একবার প্রেসিডেন্ট হলে পরিবার পরিকল্পনা এবং বিশ্ব স্বাস্থ্য কর্মসূচিগুলির বরাদ্দে কাটছাঁট করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও প্রকাশ্যে বিল গেটস দাবি করেছেন, তিনি এই দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীর মধ্য়ে যে কারও সঙ্গেই কাজ করতে প্রস্তুত।
এই প্রতিবেদনটির প্রতিক্রিয়ায় বিল গেটস বলেন, 'আমি সেই প্রার্থীকেই সমর্থন করব, যিনি আমেরিকা-সহ গোটা বিশ্বে স্বাস্থ্যরক্ষা, দারিদ্র্য দূরীকরণ এবং জলবায়ুর পরিবর্তন রুখতে লড়াই করার স্পষ্ট বার্তা দেবেন।'
একইসঙ্গে, এই মার্কিন ধনকুবের বলেন, 'বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে আমার। কিন্তু, এবারের নির্বাচন অন্যরকম। শুধুমাত্র মার্কিন নাগরিকদের জন্যই এই নির্বাচন গুরুত্বপূর্ণ নয়। সেইসঙ্গে, বিশ্বের সবথেকে দুর্বল মানুষটির জন্যও সমান গুরুত্বপূর্ণ।'
উল্লেখ্য, এবারের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিজেকে সরিয়ে নেওয়া এবং কমলা হ্যারিসকে সমর্থন করার ঘোষণা প্রকাশ্যে আসতেই এ নিয়ে মুখ খুলেছিলেন বিল গেটস।
ফ্রান্স ২৪-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তিনি জো বাইডেনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন। কারণ, 'এমন একজন, যিনি তুলনায় বয়সে নবীন, তাঁকে ঘিরে অনেক সম্ভাবনা রয়েছে। কারণ, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার মতোই ভাবনা চিন্তা করতে সক্ষম।'