সোমবার ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেলের বিশেষজ্ঞ কমিটি (সাবজেক্ট ম্যাটার কমিটি) ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য বায়োলজিকাল-ই-এর কোভিড ভ্যাকসিন কর্বেভ্যাক্স (CORBEVAX) এর জরুরী ব্যবহারের অনুমোদনের সুপারিশ করল। সংবাদ সংস্থা পিটিআই এই খবর জানিয়েছে। এই অনুমোদন এমন একটি সময় এল যখন সরকার ১৫ বছর বয়সের ছোটদের টিকাকরণের বিষয়ে নির্দিষ্ট সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি। এর আগে ২০ জানুয়ারি ন্যাশনাল অ্যাডভাইসরি গ্রুপ অন ইমিউনাইজেশনের ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান ডঃ এনকে অরোরা জানিয়েছিলেন যে মার্চ মাসেই ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ শুরু হবে।
জানা গিয়েছে, ১২ থেকে ১৮ বছর বয়সীদের উপর বায়োলজিকাল-ই-এর কোভিড ভ্যাকসিন কর্বেভ্যাক্স প্রয়োগ করা যাবে কিনা, সেই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেয়নি ড্রাগ কন্ট্রোলার জেনারেল। বিশেষজ্ঞ কমিটির সুপারিশ খতিয়ে দেখে তারা এই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এর আগে নীতি আয়োগের সদস্য ডঃ ভিকে পাল জানিয়েছিলেন যে কোভিড টিকাকরণে অন্যান্য বয়সের মানুষদের (১৫ বছরের ছোটদের টিকাকরণ, ৬০ বছর বয়সের নিচে থাকা মানুষের বুস্টার) অন্তর্ভুক্তির বিষয়টি ধারাবাহিক ভাবে খতিয়ে দেখা হচ্ছে।
পুরোপুরি ভারতে তৈরি প্রথম কোভিড টিকা হল কর্বেভ্যাক্স। কোভিড-১৯ রোধক আরবিডি প্রোটিন সাব-ইউনিট ভ্যাকসিন এটি। এদিকে আজ থেকেই সরকারের হাতে কর্বেভ্যাক্স টিকার ডোজ তুলে দেওয়ার কাজ শুরু করতে চলেছে বায়োলজিকাল-ই। মোট ৩০ কোটি টিকার ডোজ অর্ডার করেছে কেন্দ্র। এর আগে গতবছরই সরকার হায়দরাবাদের সংস্থাকে ১৫০০ কোটি টাকা অ্যাডভান্স করেছিল টিকা কেনার জন্য। জানা গিয়েছে, ট্যাক্স ছাড়া মাত্র প্রতি ডোজ কর্বেভ্যাক্সের দাম হবে মাত্র ১৪৫ টাকা।