ফের সরকারি অফিসে ফিরছে বায়োমেট্রিক হাজিরার ব্যবস্থা। সোমবার পার্সোনেল অ্যান্ড ট্রেনিংয়ের তরফে এব্য়াপারে নির্দেশ জারি করা হয়েছে। কোভিড পরিস্থিতিতে এই বিশেষ ব্যবস্থা সাময়িক স্থগিত রাখা হয়েছিল। তবে ৮ই নভেম্বর থেকে ফের সেই ব্য়বস্থা শুরু হচ্ছে সরকারি অফিসে। তবে এক্ষেত্রেও বিশেষ সতর্কতা অবলম্বন করার কথাও বলা হয়েছে। আঙুলের ছাপ দিয়ে হাজিরার বিষয়টি বন্ধ ছিল এতদিন।
গত ১৪ই জুন বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা দেওয়ার বিষয়টি তুলে নেওয়া হয়েছিল। মূলত সংক্রমণ এড়াতে এই বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। এতদিন রেজিস্টারেই হাজিরার ব্যবস্থা করা হয়েছিল সরকারি দফতরে। তবে এবার সেই ব্য়বস্থা বদলে বায়োমেট্রিক ব্যবস্থা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রেও বিশেষ সতর্কতা মেনে চলার ব্যাপারেও বলা হয়েছে। হাজিরার আগে সমস্ত কর্মীকে স্য়ানিটাইজার ব্য়বহার করতে হবে। বায়োমেট্রিক সিস্টেমের পাশেই স্যানিটাইজার রাখার নির্দেশও দেওয়া হয়েছে। নির্দেশনামায় বলা হয়েছে, ৬ফুটের শারীরিক দূরত্ব বজায় রাখতেই হবে। হাজিরার সময় এভাবে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। হাজিরার সময় ভিড় এড়াতে অতিরিক্ত বায়োমেট্রিক মেশিন বসানোর কথাও বলা হয়েছে।
অন্যদিকে যেখানে বায়োমেট্রিক ব্যবস্থা করা হবে সেখানে একজনকে রাখতে হবে যিনি স্ক্য়ানার মেশিনটি বার বার মুছবেন। তবে খোলামেলা জায়গাতেই এই বায়োমেট্রিক মেশিন বসানোর কথা বলা হয়েছে। যদি ঘরের মধ্যে বসাতেই হয় তবে সেখানে যাতে উপযুক্ত আলোবাতাস খেলে সেটা দেখাটাও জরুরী। অন্যদিকে ব্যক্তিগত মিটিং যতটা সম্ভব এড়িয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিটিংগুলি চালু রাখতে হবে।