রাজ্যসভায় বিরোধী দলের ১২ সাংসদকে সাসপেন্ড করা নিয়ে সংসদ উত্তাল হয়েছে চলতি শীতকালীন অধিবেশন। প্রতিদিনই কংগ্রেসের নেতৃত্বে রাজ্যসভার বিরোধী সাংসদরা বয়কট করেছেন সংসদের উচ্চকক্ষ। তবে দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের অকাল প্রয়াণের প্রেক্ষিতে আজ রাজ্যসভার অধিবেশন বয়কট করা হবে না বলে জানালেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে। এদিন রাজ্যসভায় প্রতিরক্ষামন্ত্রীর ভাষণেও বিরোধীরা অংশ নেবেন বলে জানান খাড়গে।
এদিন ঘাড়গে সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা সিডিএস বিপিন রাওয়াত এবং হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত সৈন্যদের সম্মানে এবং তাঁদের শ্রদ্ধা জানাতে আজ (১২ জন রাজ্যসভার সাংসদের সাসপেনশনের বিরুদ্ধে) প্রতিবাদ না করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ভাষণেও যোগ দেব।'
এদিকে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের আকস্মিক মৃত্যুর পরিপ্রেক্ষিতে সোনিয়া গান্ধী আজকে তাঁর জন্মদিন পালন করবেন না বলে জানান। তিনি দলীয় কর্মীদেরও কোনও উৎসব পালন না করার অনুরোধ করেন। এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। টুইট করেন লোকসভায় কংগ্রেসের চিফ হুইপ মানিকম ঠাকুরও।
সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনই ১২ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করায় এই প্রতিবাদ। গত বাদল অধিবেশনের শেষ দিনে সংসদে হট্টগোলের জেরে এই সাংসদদের সাসপেন্ড করা হয়েছিল। অবিলম্বে সেই সাংসদদের সাসপেনশন তুলে নেওয়ার দাবিতে বিরোধীরা অনড়। সরকার জানিয়ে দিয়েছে, আগে ক্ষমা চাইতে হবে বরখাস্ত হওয়া ১২ জন সাংসদকে৷ তবে ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই বলে সাফ জানিয়ে দেন বিরোধীরা৷