Mi-17V5 বায়ুসেনার হেলিকপ্টার। তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পডল চিফ অফ ডিফেন্স স্টাফের কপ্টার। সস্ত্রীক প্রয়াত হয়েছেন বিপিন রাওয়াত। টুইট করে নিশ্চিত করেছে বায়ুসেনা। সুলুর এয়ারফোর্স বেস থেকে ওয়েলিংটনে ডিফেন্স সার্ভিস কলেজে যাচ্ছিল তাঁর কপ্টার। আর ঠিক নামার কিছুক্ষণ আগেই ভেঙে পড়ল তাঁর কপ্টার। তবে এই ঘটনায় অনেকেরই মনে পড়ে যাচ্ছে ২০১৫ সালের সেই ৩রা ফেব্রুয়ারির ঘটনা। ঠিক ৬ বছর আগের ঘটনা। সেবার চিতা হেলিকপ্টারে চেপেছিলেন তিনি। তখনও তিনি চিফ অফ ডিফেন্স স্টাফ পদমর্যাদায় উন্নীত হননি। তখন তিনি লেফটেনান্ট জেনারেল পদ মর্যাদায় ছিলেন। সেদিন নাগাল্যান্ডের ডিমাপুরে হেলিকপ্টারটি কিছুটা ওঠার পরেই দুর্ঘটনায় পড়ে। তবে সেবার অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন তিনি । তবে এবার একেবারে মর্মান্তিক ঘটনা। ল্যান্ডিংয়ের আগেই নীলগিরি পর্বতে চা বাগানের মধ্যেই ভেঙে পড়ে কপ্টার।
সূত্রে খবর সেবার ডিমাপুরে কপ্টার ভেঙে পড়ার পেছনে যান্ত্রিক ত্রুটির বিষয়টি সামনে এসেছিল। কিন্তু এবার কপ্টার দুর্ঘটনার কারণ কী? কুয়াশার কারণে নাকি সেই যান্ত্রিক ত্রুটির জেরেই ভেঙে পড়ল কপ্টার? সবটাই খতিয়ে দেখা হচ্ছে। তবে ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়েছে এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।