মর্মান্তিক দুর্ঘটনায় গতকাল প্রাণ হারান দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ। সেই প্রেক্ষিতে এদিন সংসদের নিম্নকক্ষ লোকসভায় বক্তব্য পেশ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন সংসদে রাজনাথ বলেন, ‘ভারতীয় বিমান বাহিনী সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় ট্রাই সার্ভিস তদন্তের নির্দেশ দিয়েছে। তদন্তের নেতৃত্ব দিচ্ছেন এয়ার মার্শাল মানবেন্দ্র সিং। তদন্ত দল গতকালই ওয়েলিংটনে পৌঁছে তদন্ত শুরু করে।’
রাজনাথ এদিন আরও বলেন, ‘সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের শেষকৃত্য সম্পূর্ণ সামরিক সম্মানের সাথে সম্পন্ন করা হবে। অন্যান্য সামরিক কর্মীদের শেষকৃত্য যথাযথ সামরিক সম্মানের সাথে সম্পন্ন করা হবে।’ এদিকে এদিন রাজনাথ সিং জানান যে দুর্ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র কপ্টার সাওয়ারি গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং ওয়েলিংটনের সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। রাজনাথ সিং বলেন, ‘গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং ওয়েলিংটনের মিলিটারি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। তাঁর জীবন বাঁচাতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে।’
রাজনাথ সিং আরও জানান, আজকে বিকেলেই সিডিএস, তাঁর স্ত্রী সহ মৃত সকলের পার্থিব দেহ রাজধানীতে আনা হবে। রাজনাথ জানান, পাশাপাশি দুর্ঘটনার খবর পেয়ে গতকালই কুন্নুরে যাওয়ার নির্দেশ হয়েছিল বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বিআর চৌধুরী। এদিকে এদিন লোকসভা সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী এবং অন্যান্য কর্মীদের মৃত্যুতে দুই মিনিটের নীরবতা পালন করে।