চাওয়ার কথা ‘Miracle’, চেয়ে বসলেন ‘Mirakkel’। আর এতেই ট্রোলড বিল্পব দেবের পত্নী নীতি দেব। না, জি বাংলার জনপ্রিয় কমেডি শো-এর কথা বলছেন না নীতি। স্বামী মুখ্যমন্ত্রিত্ব খুইয়েছেন। এরপরই ঈশ্বরের অলৌকিক (Miracle) ছোঁয়া চাইতে ত্রিপুরাসুন্দরীর মন্দিরে গিয়েছিলেন নীতি। সঙ্গে ছিলেন বিপ্লবও। সেই ছবি টুইটারে পোস্ট করে ক্যাপশনে ‘Miracle’ বানান ভুল লেখায় ট্রোলড হলেন সদ্য প্রাক্তন হওয়া মুখ্যমন্ত্রী বিল্পবের স্ত্রী। (আরও পড়ুন: কেঁচো খুড়তে বের হল কেউটে, বিপ্লব সরতেই ত্রিপুরায় প্রকাশ্যে BJP-র অন্তর্দ্বন্দ্ব)
নীতি টুইট বার্তায় ইংরেজিতে লেখেন, ‘কখনও আশা ছাড়া উচিত না। যখন আপনি মনে করেন সব শেষ হয়ে গিয়েছে, তখনই ঈশ্বর আপনার জন্য একটি ‘মিরাক্কেল’ পাঠান। মা ত্রিপুরাসুন্দরীজি সবার মঙ্গল করুন।’ দশ মাস বাদেই রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ তার আগে রাজ্যে দলের সাংগাঠনিক শক্তি আরও মজবুত করতেই নাকি মুখ্যমন্ত্রিত্ব ছাড়েন বিপ্লব। তবে নীতির ‘প্রার্থনায়’ এটা বুঝতে বাকি থাকে না যে, নিজের ইচ্ছায় নয় বরং দিল্লির নির্দেশেই পদ ছেড়েছেন বিপ্লব।
এদিকে ইতিমধ্যেই উত্তর-পূর্বের রাজ্যটিতে বিপ্লব দেবের স্থলাভিষিক্ত হয়েছেন ডাঃ মানিক সাহা৷ আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি ফের একবার জিতে ক্ষমতায় ফিরতে পারলে কি মুখ্যমন্ত্রী পদে প্রত্যাবর্তন ঘটবে বিপ্লব দেবের? এখন এই প্রশ্নের উত্তর জানা নেই কারোর৷ সেই আশাই যেন ফুটে উঠল বিপ্লব পত্নী নীতি দেবের টুইটে৷ তবে সেই টুইট নিয়ে হাসির রোল নেট দুনিয়ায়। আসলে বাংলার জনপ্রিয় বেতার-শিল্পী মীর আফসর আলি ওরফে মীরের একটি জনপ্রিয় কমেডি শো মিরাক্কেল৷ বহু বছর ধরে যা আনন্দ দিয়ে এসেছে দর্শককে৷ তাই মিরাকলের পরিবর্তে ভুলবশত মীর সঞ্চালিত সেই কমেডি শো-এর নাম নেওয়ায় ব্যাপক ট্রোল হতে হয় নীতি দেবকে৷