ত্রিপুরায় ১৩টি পুরসভা এবং ৬টি নগর পঞ্চায়েতে গেরুয়া ঝড়৷ বিরোধীদের ভোট কাটাকাটিতে আগরতলা পুরসভা হাতছাড়া হয়েছে সিপিএমের। বামফ্রন্টকে সরিয়ে আগরতলা পুরসভা দখল করেছে বিজেপি। এদিকে তৃণমূল আগরতলার বহু আসনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আর এই আবহে ত্রিপুরাকে করা ‘অপমানে’র জবাব দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। আগরতলা পুরসভা, ৬টি নগর পঞ্চায়েত, ৭টি পুর পরিষদের ৩৩৪টি ওয়ার্ডের ৩২৯টিতে জিতেছে বিজেপি। এই বিপুল জযের পরই হুঙ্কার ছেড়েছেন বিপ্লব কুমার দেব।
ভোটের ফলাফল প্রকাশ হতেই বিকেলে সাংবাদিক সম্মেলনে বিপ্লব দেব বলেন, ‘পশ্চিমবঙ্গে পুরভোটেও এই জয়ের প্রভাব পড়বে। ত্রিপুরাকে ছোট রাজ্য, ছোট মানুষ করে দেখা হচ্ছিল। তাই এই জয় সমস্ত ত্রিপুরাবাসীর। বারবার ত্রিপুরার মানুষকে আক্রমণ করা, আজই তারই জবাব দিয়েছে ত্রিপুরাবাসী।’
এদিকে বিপ্লব দেবের এই মন্তব্য তৃণমূলকে তোপ দেগে হলেও ত্রিপুরার ফলে আশার আলো দেখতে পাচ্ছে তৃণমূল কংগ্রেস। পুরভোটের ফল নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক টুইট বার্তায় লেখেন, ‘পুর ভোটে সফল ভাবে লড়া এবং ২০ শতাংশের বেশি ভোট পেয়ে প্রধান বিরোধীর ভূমিকায় উঠে আসা সত্যিই বড় ব্যাপার।’
উল্লেখ্য, ত্রিপুরার পুরভোটে একাধিক আসনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৃণমূল কংগ্রেস। আগরতলা পুরনিগমের ৫১টি ওয়ার্ডের মধ্যে ৪৩টি ওয়ার্ডের তৃণমূল রয়েছে দ্বিতীয় স্থানে৷ আমবাসার পুর পরিষদে ১৫টি ওয়ার্ডের মধ্যে ১১টি ওয়ার্ডের তৃণমূল দ্বিতীয় স্থানে। আমবাসায় একটিতে ১০ ভোটে এবং একটিতে ২৫ ভোটে হার হয়েছে তাদের। বহু আসনে ব্যবধান রয়েছে একশোর কম।