বাংলা নিউজ > ঘরে বাইরে > বার্ড ফ্লু আতঙ্ক মহারাষ্ট্রে, ২৫০০০ পোল্ট্রি পাখি মেরে ফেলার সিদ্ধান্ত প্রশাসনের

বার্ড ফ্লু আতঙ্ক মহারাষ্ট্রে, ২৫০০০ পোল্ট্রি পাখি মেরে ফেলার সিদ্ধান্ত প্রশাসনের

বার্ড ফ্লুর আতঙ্ক মহারাষ্ট্রে, ২৫০০০ পোল্ট্রি পাখি মেরে ফেলার সিদ্ধান্ত প্রশাসনের। প্রতীকী ছবি।

সম্প্রতি থানের একটি পোল্ট্রি ফার্মে ১০০টির বেশি মুরগি মারা গেছে। ওই সমস্ত মুরগিগুলির শরীরে বার্ড ফ্লু ভাইরাসের খোঁজ মেলার পরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় জেলা প্রশাসন।

করোনা সংক্রমণের মধ্যেই মহারাষ্ট্রে আতঙ্ক বাড়াচ্ছে বার্ড ফ্লু। যা নিয়ে উদ্বিগ্ন মহারাষ্ট্র প্রশাসন। সম্প্রতি থানের একটি পোল্ট্রি ফার্মে ১০০টির বেশি মুরগি মারা গেছে। ওই সমস্ত মুরগিগুলির শরীরে বার্ড ফ্লু ভাইরাসের খোঁজ মেলার পরে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন স্থানীয় জেলা প্রশাসন। বার্ড ফ্লু ছড়িয়ে পড়া রোধে আগামী কয়েক দিনের মধ্যে ২৫ হাজার পোল্ট্রি পাখি মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে থানে জেলা প্রশাসন। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এমনটাই জানা গিয়েছে।

জেলা প্রশাসন সূত্রে খবর, থানে জেলার সাহাপুর ব্লকে একটি পোল্ট্রি ফার্মে প্রায় ১০০টি পোল্ট্রি গত ১০ ফেব্রুয়ারি মারা যায়। এ বিষয়টি জানার পরেই জেলা শাসক রাজেশ জে নার্ভেকার মৃত পোল্ট্রি পাখির নমুনা পরীক্ষার জন্য পুনের ল্যাবরেটরিতে পাঠানোর নির্দেশ দেন। পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। থানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), ডা. ভৌসাহেব দাংদে জানান, ‘পরীক্ষার রিপোর্টে নিশ্চিত হয়েছে যে পাখিগুলি এইচ ৫ এন ১ এভিয়ান ইনফ্লুয়েঞ্জার কারণে মারা গিয়েছে।’ এরপরেই জেলা পশুপালন বিভাগকে সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন জেলা শাসক।

সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য আগামী কয়েকদিনের মধ্যেই পোল্ট্রি ফার্মের এক কিলোমিটারের মধ্যে যে সমস্ত পোল্ট্রি ফার্ম রয়েছে সেই সমস্ত পোল্ট্রি ফার্মগুলির ২৫ হাজার পোল্ট্রি পাখি মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অন্যান্য পোল্ট্রি চাষীদেরও এ নিয়ে সচেতন করা হচ্ছে।

মহারাষ্ট্রের পশুপালন বিভাগের কমিশনার শচীন্দ্র প্রতাপ সিং জানিয়েছেন এ বিষয়টি জানার পর সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সেইসঙ্গে পোল্ট্রি চাষীদেরও সচেতন করা হচ্ছে। তবে আতঙ্কের কোনও কারণ নেই বলে তিনি আশ্বস্ত করেছেন।

বন্ধ করুন