কার্যত উল্টোপাল্টা জিনিস আর বিক্রি করা যাবে না। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস এবার বিভিন্ন ই কমার্স প্লাটফর্মের গুদামঘরে অভিযান শুরু করল। আমাজন ও ফ্লিপকার্টের একাধিক গুদামেও অভিযান চালানো হচ্ছে। লখনউ, গুরগাঁও, দিল্লিতে এই ধরনের অভিযান চালানো হচ্ছে বলে খবর। গত ৭ মার্চ লখনউতে আমাজনের গুদামে অভিযান চালানো হয়েছিল। সেই অভিযানে অন্তত ২১৫টি খেলনা ও ২৪টি হ্যান্ড ব্লেন্ডারকে বাজেয়াপ্ত করা হয়েছে। এই জিনিসগুলিকে বাধ্য়তামূলক বিআইএস সার্টিফিকেট ছিল না।
ফেব্রুয়ারি মাসে গুরুগ্রামে আমাজনের গোডাউনে ৫৮টি অ্যালুমিনিয়ামের ফয়েল, ৩৪টি মেটালিক ওয়াটার বোতল,২৫টি খেলনা, ২০টি হ্যান্ডে ব্লেন্ডার্স, ৭টি পিভিসি কেবল, ২ ফুড মিক্সার, ১টি স্পিকার বাজেয়াপ্ত করা হয়েছিল। এগুলি সবগুলিই নন সার্টিফায়েড।
গুরগাঁওতে ফ্লিপকার্টের একটি গোডাউনেও অভিযান চলে। সেই সময় বিআইএস ৫৩৪টি স্টেনলেস স্টিলের বোতল, ১৩৪টি খেলনা, ৪১টি স্পিকার বাজেয়াপ্ত করে। সেগুলি সবগুলিই নন সার্টিফায়েড।
এদিকে সূত্র মারফৎ খবর পেয়ে বিআইএস দুটি আলাদা জায়গায় অভিযান চালায়। এরপর তারা প্রায় ৭০০০ ইলেকট্রিক জলের বোতল, ৪০০০ ইলেকট্রিক ফুড মিক্সারস, ৯৫ ইলেকট্রিক রুম হিটার, ৪০ গ্যাস স্টোভ বাজেয়াপ্ত করে। এগুলি সবই বিআইএস সার্টিফিকেট ছাড়া।
এনডিটিভির প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, বিআইএস অ্যাক্ট ২০১৬ অনুসারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। একাধিক মামলা রুজু করা হচ্ছে।
মূলত বিআইএস যেটা দেখছে যে বাজারে যে প্রোডাক্টগুলি আসছে সেগুলি যাতে সুরক্ষিত ও মান রক্ষা করে। এই নজরদারির অংশ হিসাবে বিআইএস একাধিক ক্ষেত্রে জিনিসপত্র কিনে সেগুলি যাচাই করে দেখে।
যেগুলি মূলত সাধারণভাবে প্রচুর ব্যবহার করা হয় সেগুলি যাচাই করে দেখে বিআইএস। তার মধ্য়ে বাড়িতে যে প্রেসার কুকার ব্যবহার করা হয় সেগুলি রয়েছে, ফুড মিক্সার রয়েছে, ইলেকট্রিক আয়রন রয়েছে, রুম হিটার, পিভিসি কেবল, গ্যাস স্টোভ, দুচাকার হেলমেট, সুইচ, সকেট, খাবার মোড়ার জন্য অ্যালুমিনিয়ামে ফয়েল। এই সমস্ত জিনিসগুলির ক্ষেত্রে বিআইএসের সার্টিফিকেট পাওয়া জরুরী। এই নির্দিষ্ট সার্টিফিকেট ছাড়া এগুলি বিক্রি করা যায় না।
এদিকে নজরদারিতে নেমে বিআইএস নজরদারি চালায় যে আমাজন, ফ্লিপকার্ট, মেসো, মিন্ত্রা, বিগ বাসকেট সহ কিছু ই কমার্স প্লাটফর্মে কোনও বিআইএস সার্টিফিকেট ছাড়া কোনও প্রোডাক্ট বিক্রি হচ্ছে কি না। কারণ এক্ষেত্রে নির্দিষ্ট সার্টিফিকেট রাখাটা অত্যন্ত জরুরী।
নন সার্টিফায়েড যে সামগ্রীগুলি রয়েছে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া শুরু করেছে বিআইএস।