বাংলা নিউজ > ঘরে বাইরে > BJD on Dhankhar No-trust Motion: ধনখড়ের পাশে নবীনের দল, আদৌ রাজ্যসভার চেয়ারম্যানকে সরাতে পারবে টিম INDIA?

BJD on Dhankhar No-trust Motion: ধনখড়ের পাশে নবীনের দল, আদৌ রাজ্যসভার চেয়ারম্যানকে সরাতে পারবে টিম INDIA?

জগদীপ ধনখড় ও নবীন পট্টনায়েক (ফাইল ছবি)

সংসদের উচ্চ কক্ষ বা রাজ্যসভায় বিজেডি-র মোট সাতজন প্রতিনিধি রয়েছেন। ২০২২ সালে দেশের উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড়কে মনোনীত করা হয়েছিল। সেই সময়ে ধনখড়ের পক্ষেই ভোট দিয়েছিলেন বিজেডি সাংসদরা।

রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে বিরোধী INDIA যে অনাস্থা প্রস্তাব পেশ করছে, তাকে সমর্থন করবে না ওডিশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের বিজু জনতা দল (বিজেডি)। রবিবার দলের তরফে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্যসভার বিজেডি সাংসদ নিরঞ্জন বিশি। এমন সিদ্ধান্তের জন্য কার্যত INDIA শিবিরকে দায়ী করেছেন তিনি।

রবিবার এই প্রসঙ্গে নিরঞ্জন বলেন, 'INDI জোটের তরফ থেকে একজনও এ নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেননি কিংবা আমাদের সাহায্য ও সমর্থন চাননি। তাহলে তো এটা খুবই স্বাভাবিক যে আমরা এই অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেব না।'

উল্লেখ্য, দিন কয়েক আগেই এই প্রসঙ্গে নবীন পট্টনায়েক বলেছিলেন, তাঁরা পরিস্থিতির উপর নজর রাখছেন। অবস্থা বুঝে পদক্ষেপ করবেন। নবীন বলেছিলেন, 'আমরা সবটাই দেখছি। আমরা সেই পদক্ষেপই করব, যেটা করা জরুরি।'

গত সপ্তাহের প্রথম দিকে এই মন্তব্য করেছিলেন নবীন পট্টানায়েক। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করা হলে, তাঁরা কী করবেন? তারই জবাবে উপরোক্ত মন্তব্য করেছিলেন নবীন পট্টনায়েক।

ইতিমধ্যে গত ১০ ডিসেম্বর রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিশ বা ইমপিচমেন্ট রেজোলিউশন পেশ করেন বিরোধী সাংসদরা। তাঁর বিরুদ্ধে বিরোধীদের প্রধান অভিযোগ হল, তিনি সর্বদাই পক্ষপাতদুষ্ট আচরণ করেন। এবং রাজ্যসভার চেয়ারম্যান পদের মতো একটি গুরুত্বপূর্ণ আসনে বসেও দেশের সরকারের 'আবেগপ্রবণ মুখপাত্র'-এর মতো আচরণ করেন। এমনকী, প্রকাশ্যে বা জনসমক্ষেও একই ভূমিকায় দেখা যায় তাঁকে।

এখনও সমস্যা হল, ধনখড়ের বিরুদ্ধে বিরোধীদের এই নজিরবিহীন এককাট্টা হওয়া, কিংবা তাদের এই রণংদেহী রূপ - পুরোটাই ভেস্তে যেতে পারেন, যদি বিজেডি INDI জোটের সঙ্গ না দেয়। তাদের সাংসদরা যদি অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট না দেন, তাহলে এই প্রস্তাব পাশ করা কার্যত অসম্ভব বলেই মনে করছে তথ্যাভিজ্ঞ মহল।

সংসদের উচ্চ কক্ষ বা রাজ্যসভায় বিজেডি-র মোট সাতজন প্রতিনিধি রয়েছেন। ২০২২ সালে দেশের উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড়কে মনোনীত করা হয়েছিল। সেই সময়ে ধনখড়ের পক্ষেই ভোট দিয়েছিলেন বিজেডি সাংসদরা।

গত ছ'মাসের মধ্যে বিজেডি রাজ্যসভায় তাদের দুই সাংসদকে হারায়। বিজু জনতা দল ছেড়ে বিজেপি-তে যোগদান করেন সাংসদ পদে থাকা মমতা মহন্ত এবং সুজিত কুমার। ফলত, তাঁদের বিজেডি-র রাজ্যসভার সাংসদ পদও ছাড়তে হয়।

মাস কয়েক আগে মমতা মহন্ত ফের রাজ্যসভার সাংসদ মনোনীত হন এবং বর্তমানে তিনি বিজেপির প্রতিনিধিত্ব করছেন। একইভাবে, সপ্তাহ দুয়েক আগে সুজিত কুমারও রাজ্যসভার সাংসদ হিসাবে পুনরায় নির্বাচিত হন।

চলতি বছরের এপ্রিল মাসে রাজ্যসভার সাংসদ হিসাবে বর্তমান কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে প্রার্থী করে বিজেপি। তাঁকে ওডিশা থেকে প্রার্থী করা হয়। বিজেডি তাঁকেও সমর্থন জানিয়েছিল।

পরবর্তী খবর

Latest News

ইস্পাত কারখানা হয়নি! হবে জিন্দলদের বিদ্যুৎকেন্দ্র, আশায় শালবনি শোয়ের অছিলায় পর্দার বউ সুমনাকে সত্যিই কি বিদ্রুপ করতেন কপিল? মুখ খুললেন সুমনা অপরাজিতা বিলে স্বাক্ষর করছেন না কেন? জবাব পেতে রাষ্ট্রপতির কাছে দরবার তৃণমূলের গরুকে কখনও খাওয়াবেন না এই ৫টি জিনিস, পুণ্য অর্জনের তাগিদে এই মহাপাপ ভুলেও নয় শুক্র মীন রাশিতে অস্ত যাবে, এই ৫ রাশির জীবনে আসবে ঝড়, ভাঙতে পারে সম্পর্ক আমি যে সব পরিস্থিতির মুখোমুখি হয়েছি, নতুনদের সঙ্গে যেন তা না হয়: সৌরভ দাস ১৪ ফেব্রুয়ারি ডিনারে বিশেষ সঙ্গী, কীভাবে ভ্যালেন্টাইন্স ডে কাটাবেন শোলাঙ্কি? ‘আপনি কি ‘প্রিয় বন্ধু’কে সীমান্তে জমি উপহার দিয়েছেন’, মোদীকে প্রশ্ন খাড়গের 'আরও এক স্বপ্নপূরণ', ঘোড়ার পিঠে চড়ে সমুদ্রে সাঁতার কাটলেন কৌশানি! কোথায়? বউ ক্যাটরিনা সম্পর্কে এসব কী বলছেন ভিকি!

IPL 2025 News in Bangla

এটি বড় দায়িত্ব… রজত অধিনায়ক হওয়ার পর মুখ খুললেন কোহলি RCB Captain Announced: ফিরলেন না কোহলি, আইপিএলে আরসিবিকে নেতৃত্ব দেবেন পতিদার বিরাট কোহলি নাকি অন্য কেউ? IPL 2025-এ RCB-র অধিনায়ক হবেন কে? সামনে এল বড় আপডেট দ্য হান্ড্রেড টুর্নামেন্টের সাউদার্ন ব্রেভ দলের মালিকানা ধরে রাখল GMR গ্রুপ ক্রিকেটে এবার বিনিয়োগ করল চেলসির মালিকরা! দ্য হান্ড্রেডে কোন দল কিনলেন? রাজস্থান রয়্যালস শিবিরে রিয়ানদের সঙ্গে ক্রিকেটে মাতলেন এড শিরান, চমক জার্সিতে ১টা IPL জিতলে যে টাকা মেলে, তা ১০ বার বিপিএল জিতেও মিলবে না! পুরস্কারমূল্য কত? WPL থেকে ছিটকে গেছেন হিলি! পরিবর্তে দীপ্তি শর্মাকে অধিনায়ক বাছল ইউপি ওয়ারিয়র্জ MIর সব দলের হয়েই ট্রফি জয়ের বিরল নজির বোল্টের! SA20র ফাইনালে হলেন ম্যাচের সেরা ILT20র ফাইনালে ডেজার্ট ভাইপার্স! ৭ উইকেটে জয়! বদলার ম্যাচ দুবাইয়ের বিপক্ষে

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.