বাংলা নিউজ > ঘরে বাইরে > 'তাঁর অপর নাম দায়িত্বজ্ঞানহীনতা', লখিমপুর ইস্যুতে রাহুল গান্ধীকে তোপ BJP-র

'তাঁর অপর নাম দায়িত্বজ্ঞানহীনতা', লখিমপুর ইস্যুতে রাহুল গান্ধীকে তোপ BJP-র

বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র (ফাইল ছবি: এএনআই)

রাহুলকে তোপ দেগে সম্বিত বলেন, 'এটি বেপরোয়া মন্তব্য করার সময় নয়। তবে তিনি সেটাই করেছেন। দায়িত্বজ্ঞানহীনতা রাহুল গান্ধীর দ্বিতীয় নাম হয়ে গিয়েছে।'

লখিমপুর নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এমনই অভিযোগ করল বিজেপি। এই বিষয়ে এদিন এক সাংবাদিক সম্মেলনে বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেন, 'লখিমপুর খেরিতে যা ঘটেছে তা দুঃখজনক। কৃষকদের সংগঠন এবং সরকার উভয়ই একটি নিরপেক্ষ তদন্তে সম্মত হয়েছে। উভয় পক্ষই দেশকে সম্বোধন করে বলেছে একটি তদন্ত করা হবে।' কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের বিরুদ্ধে এমএস স্বামীনাথন কমিটির সুপারিশগুলি আট বছর ধরে বাস্তবায়ন না করার অভিযোগ করেন সম্বিত পাত্র। সম্বিতের দাবি, 'কৃষকদের উপর পদ্ধতিগত আক্রমণ চালিয়েছে কংগ্রেস।'

এরপরই রাহুলকে তোপ দেগে সম্বিত বলেন, 'এটি বেপরোয়া মন্তব্য করার সময় নয়। তবে তিনি সেটাই করেছেন। দায়িত্বজ্ঞানহীনতা রাহুল গান্ধীর দ্বিতীয় নাম হয়ে গিয়েছে।' এরপর রাজস্থানের হনুমানগড়ের কৃষকদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের কথা উল্লেখ করে সম্বিত পাত্র বলেন, 'নির্বাচনী রাজনীতি কী? হনুমানগড়ে কৃষকদের উপর হামলা করা হয়েছিল। তিনি (রাহুল গান্ধী) কি মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে সেই ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করেছেন?'

উল্লেখ্য, এর আগেই এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী কেন্দ্রকে তোপ দেগে বলেন, 'লখিমপুরের এই ঘটনায় পিছনে এক কেন্দ্রীয় মন্ত্রী এবং তাঁর ছেলের নাম উঠে আসছে। সেখানে কৃষকদের জিপের তলায় পিষে মারা হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী লখনউতে গেলেন। কিন্তু লখিমপুরে গেলেন না। কৃষকদের উপর পরিকল্পনামাফিক আক্রমণ চালানো হচ্ছে।' পাশাপাশি রাহুল লখিমপুরে যাওয়ার কথাও জানান। এদিকে এর আগে রাহুলকে লখিমপুরে যাওয়ার অনুমতি না দেওয়া হলেও এদিন যোগী প্রশাসন রাহুলকে লখিমপুরে যাওয়ার অনুমতি দেয়।

বন্ধ করুন