বাংলা নিউজ > ঘরে বাইরে > যে মুসলিমদের একাধিক বউ, তাদের বিরুদ্ধে থাকবে BJP, সাফ জানালেন অসম CM

যে মুসলিমদের একাধিক বউ, তাদের বিরুদ্ধে থাকবে BJP, সাফ জানালেন অসম CM

হিমন্ত বিশ্বশর্মা, অসমের মুখ্যমন্ত্রী (ANI) (HT_PRINT)

আজমলের বিতর্কিত বক্তব্য প্রসঙ্গে অসমের মুখ্য়মন্ত্রী জানিয়েছেন, অসমে বদরুদ্দিন আজমলের মতো কিছু নেতা আছেন। যাঁরা বলেন নারীদের যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চা প্রসব করা দরকার কারণ সেই সময় জমি উর্বর থাকে। কিন্তু একজন নারীর সন্তান প্রসবের প্রক্রিয়াকে কোনওদিনই জমির সঙ্গে তুলনা করা যায় না।

মুসলিমদের মধ্যে যাদের একাধিক স্ত্রী থাকে তাদের বিরুদ্ধে আমাদের দল। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বৃহস্পতিবার সাফ জানিয়ে দিলেন । সাংসদ বদরুদ্দিন আজমলকে কটাক্ষ করে অসমের মুখ্য়মন্ত্রী জানিয়েছেন এআইইউডিএফের নেতার মতে মহিলারা ২০-২৫টি সন্তানের জন্ম দিতে পারেন। কিন্তু তাদের ভবিষ্যতের খরচ, জামাকাপড়, শিক্ষা সবকিছু বিরোধী নেতাকে বহন করতে হবে।

সরকারি একটি অনুষ্ঠানে অসমের মুখ্য়মন্ত্রী জানিয়েছেন,স্বাধীন ভারতে আগেরজনকে ডিভোর্স না দিয়ে তিন-চারটি বিয়ে করার কোনও অধিকার নেই। আমরা এই সিস্টেমকে বদলাতে চাই। মুসলিম নারীদের ন্যায় বিচার দিতে আমরা কাজ করে যাব।

তিনি বলেন, আমরা চাই সবকা সাথ সবকা বিকাশ। যদি অসমের হিন্দু পরিবার থেকে ডাক্তার উঠে আসেন তবে মুসলিম পরিবার থেকেও ডাক্তার হতে পারেন। অনেক বিধায়ক এনিয়ে পরামর্শ দেন না কারণ তাঁদের 'পোমুয়া' মুসলিমদের ভোট দরকার।

আসলে বাংলাভাষী মুসলিম যাঁরা আদপে বর্তমান বাংলাদেশ থেকে এসেছেন তাঁদের অসমে পোমুয়া মুসলিম বলে আখ্য়া দেওয়া হয়।

আজমলের বিতর্কিত বক্তব্য প্রসঙ্গে অসমের মুখ্য়মন্ত্রী জানিয়েছেন, অসমে বদরুদ্দিন আজমলের মতো কিছু নেতা আছেন। যাঁরা বলেন নারীদের যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চা প্রসব করা দরকার কারণ সেই সময় জমি উর্বর থাকে। কিন্তু একজন নারীর সন্তান প্রসবের প্রক্রিয়াকে কোনওদিনই জমির সঙ্গে তুলনা করা যায় না।

হিমন্ত বিশ্বশর্মা সাফ জানিয়ে দিয়েছেন, আমি বার বার বলছি আমাদের নারীরা ২০-২৫টি সন্তান প্রসব করতে পারেন কিন্তু তাদের খাবার, জামাকাপড়, শিক্ষা সহ অন্যান্য খরচ সব আজমলকে দিতে হবে। তাহলে আমাদের কোনও সমস্যা নেই। সুগন্ধী ব্য়বসায়ী তথা সাংসদ যদি সন্তানদের ভরনপোষন না করেন তবে তাঁর সন্তান প্রসব নিয়ে লেকচার দেওয়ার কোনও অধিকার নেই।

অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আমাদের সরকারি পলিসি খুব পরিষ্কার। আমরা সকলের উন্নতি চাই। আমরা চাই না যে পুমোয়া মুসলিমদের সন্তানরা খালি মাদ্রাসায় পড়বেন আর জনাব আর ইমাম হবেন। আমরা চাই সমস্ত মুসলিমদের সন্তানরা সাধারণ স্কুলে পড়বেন ও ডাক্তার, ইঞ্জিনিয়ার হবেন।

 

বন্ধ করুন