বাংলা নিউজ > ঘরে বাইরে > বাংলার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল কৈলাসকে, সুনীল বনসলের হাতে বঙ্গ বিজেপির রাশ

বাংলার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল কৈলাসকে, সুনীল বনসলের হাতে বঙ্গ বিজেপির রাশ

বাংলার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল কৈলাস বিজয়বর্গীয়কে। (PTI Photo/Swapan Mahapatra) (PTI)

বিজেপির উত্তরপ্রদেশের দায়িত্বে ছিলেন বনশন। বিজেপির অন্দরে অত্যন্ত কৌশলী হিসাবেই পরিচিত বনশল। একেবারে পোড়খাওয়া ভোট কুশলী। তাঁর হাত ধরেই ২০১৭ সালে উত্তরপ্রদেশে সাফল্য পেয়েছিল যোগী আদিত্যনাথ। এবার বাংলার দায়িত্বে সেই সুনীল বনশল।

এবার তেলেঙ্গানা, ওড়িশা ও পশ্চিমবঙ্গে দল পরিচালনার দায়িত্ব পেলেন বিজেপির সাধারণ সম্পাদক( সংগঠন)  সুনীল বনসল। এতদিন উত্তরপ্রদেশে দলের দায়িত্বে ছিলেন তিনি। এবার তিনিই পেলেন বাংলার দায়িত্ব। আর তাৎপর্যপূর্ণ বাংলার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল কৈলাস বিজয়বর্গীয়কে। তিনি তেলেঙ্গানার দায়িত্বেও ছিলেন। সেই তেলেঙ্গানা ২০২৩ সালের নির্বাচনের জন্য় প্রস্তুতি নিচ্ছে। সেখানেও কৈলাশের হাত থেকেই দায়িত্ব কেড়ে নেওয়া হল এবার।

 এবার ২০২১ সালের নির্বাচনে বঙ্গ বিজেপির পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়। কিন্তু কৈলাসের নেতৃত্ব কতটা উপযুক্ত ছিল তা নিয়ে দলের অন্দরমহলেই পরবর্তী সময়ে প্রশ্ন উঠতে থাকে। তবে নির্বাচনের ফলাফল বের হওয়ার পর থেকে আর বিশেষ বাংলায় আসেননি কৈলাস। বিজেপি নেতা তথাগত রায় একেবারে নাম করে কৈলাসকে কাঠগড়ায় তুলেছেন বার বার। সামনে পঞ্চায়েত ভোট। সেই কৈলাসকেই এবার বাংলার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল।

বিজেপির উত্তরপ্রদেশের দায়িত্বে ছিলেন বনশন। বিজেপির অন্দরে অত্যন্ত কৌশলী হিসাবেই পরিচিত বনশল। একেবারে পোড়খাওয়া ভোট কুশলী। তাঁর হাত ধরেই ২০১৭ সালে উত্তরপ্রদেশে সাফল্য পেয়েছিল যোগী আদিত্যনাথ। এবার বাংলার দায়িত্বে সেই সুনীল বনশল।

অন্যদিকে ঝাড়খণ্ড থেকে ধর্মপালকে সরিয়ে আনা হল উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের বনশলকে সহায়তা করতেন যে কর্মবীর সিং তাঁকে এবার দেওয়া হচ্ছে ঝাড়খণ্ডের দায়িত্ব। 

বন্ধ করুন