বিজেপির দিল্লি ইউনিট সভাপতি বীরেন্দ্র সচদেব সরাসরি অরবিন্দ কেজরিওয়ালকে অপমান করেছেন। কেজরিওয়াল ভগবান রাম ও সীতাকে অপমান করেছেন বলে দাবি বিজেপির। আর এরপরই বিজেপি ও আপের মধ্য়ে তরজা একেবারে তুঙ্গে উঠেছে।
এদিকে ৫ ফেব্রুয়ারি দিল্লিতে নির্বাচন। তার আগে রাম সীতা ইস্যুতে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। তার উপর ওই বিজেপি নেতা আবার অনশনেও বসে পড়েন। তারপর এনিয়ে জোর শোরগোল পড়ে যায়।
সচদেব হনুমান মন্দিরে যাওয়ার পরে কেজরিওয়ালের তীব্র সমালোচনা করেন। তাঁকে মরশুমি হিন্দু বলে কটাক্ষ করেন। তিনি (কেজরিওয়াল) কেবলমাত্র ভোটের আগে ধর্মীয় আবেগের কথা তুলে ধরেন।
কেজরিওয়ালের সাম্প্রতিক মন্তব্য সম্পর্কে বিজেপি নেতা বলেন, এটা খুবই দুঃখের যে অরবিন্দ কেজরিওয়ালের মতো মরশুমি হিন্দুরা উলটো পালটা গল্প বলেন, তাঁরা কিছুই জানেন না। হিন্দুদের আবেগকে তাঁরা আঘাত করেন।
বিজেপি নেতারা পরিস্কার জানিয়ে দিয়েছেন যে রামায়ণে রাবণ নয় মারিচ সোনার হরিণের বেশে এসেছিলেন রামের দৃষ্টি ঘোরানোর জন্য, যার জেরে রাবণ সীতাকে হরণ করতে পারেন।
এদিকে বিজেপির আক্রমণের জবাব দিয়েছে আপ
কেজরিওয়াল জানিয়েছেন, ওদের রাবণের প্রতি এতটাই ভালোবাসা যে তাদের অবশ্য় আসুরিক প্রবণতা রয়েছে। সেই সঙ্গে গরিব বস্তিবাসীদের সতর্ক করে তিনি বলেন, যদি ওরা ক্ষমতায় আসে তাহলে ওরা আপনাদের শেষ করে দেবে।
সামনেই দিল্লি ভোট। তার আগে বিজেপি ও আপের মধ্য়ে তরজা একেবারে তুঙ্গে। বিজেপি বার বারই কেজরিওয়ালকে আঘাত করছে। তাঁদের দাবি হিন্দু আবেগ সম্পর্কে কিছুই জানেন না কেজরিওয়াল। আর কেজরিওয়ালদের দাবি, বিজেপি রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য় ধর্মের শুড়শুড়ি দেয়।