দিল্লিতে ভোটপর্ব শুরু হতে মাঝে আর ঠিক এক রাত বাকি। আর সেই আবহে, এদিন বিজেপির তরফে এক সাংবাদিক সম্মেলনে দিল্লিতে বাংলাদেশি ও রোহিঙ্গাদের বসবাস নিয়ে বিস্ফোরক বার্তা দিলেন বিজেপির সাংসদ সম্বিত পাত্র। তিনি সোমবার, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা রিপোর্ট সামনে এনে, এদিন দিল্লিতে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের বসবাস নিয়ে সুর চড়া করেন সম্বিত পাত্র।
অধ্যাপক মনুরাধা চৌধুরী ও তাঁর সঙ্গে আরও অনেকের লেখা জেএনইউ-র ওই গবেষণা রিপোর্ট উল্লেখ করে সম্বিত পাত্র ওই দাবি করেছেন, দিল্লিতে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি ও রোহিঙ্গাদের পৃষ্ঠপোষকতা করছে আপ। ১১৪ পাতার ওই রিপোর্ট তুলে ধরে ভোটের ঠিক আগে, বিজেপির দাবি, ‘রিপোর্টে তুলে ধরা হয়েছে বাংলাদেশ ও মায়ানমার থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য দিল্লিতে মুসলিম জনসংখ্যান আধিক্য হয়েছে। এটা তুলে ধরছে শহরের ডেমোগ্রাফিক পরিবর্তন ও আলোচনা করছে তার সামাজিক রাজনৈতিক প্রভাব।’ বিজেপি নেতা সম্বিত পাত্র বলেন,'রিপোর্ট অনুসারে নথি বিহীন রোহিঙ্গা ও বাংলাদেশিদের আধিক্যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা একটি বড় ভূমিকা পালন করে। আর আপের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাতে।' এক ধাপ এগিয়ে সম্বিত পাত্র দাবি করেন, রাজনৈতিক বহু দলগুলি অবৈধ শরণার্থীদের ভোটার রেজিস্ট্রেশন নিশ্চিত করতে সহায়তা করছে, যা বড়সড় বিপদ সংকেত ভোটের প্রক্রিয়া ও গণতন্ত্রের জন্য বলে উল্লেখ করেন সম্বিত পাত্র।
এছাড়াও বিজেপি নেতা সম্বিত পাত্রের দাবি, দিল্লিতে পূর্বাঞ্চল, হরিয়ানা, ওড়িশা, বিহার সহ বিভিন্ন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের কাজে থাবা বসাচ্ছেন এই বাংলাদেশি ও রোহিঙ্গারা। তিনি বলছেন,' কম বেতনের চাকরি নিয়ে নিচ্ছেন অবৈধ শরণার্থীরা, বিশেষত নির্মাণ কাজের ক্ষেত্রে এটি হচ্ছে। সেটি না হলে, এই কাজগুলি দিল্লিতে দেশের বাকি রাজ্যের পরিযায়ী শ্রমিকরা পেতেন।' উল্লেখ্য, দিল্লি ভোটের ক্ষেত্রে প্রচারের আজই শেষ দিন। এরপর ৫ ফেব্রুয়ারি রয়েছে ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা ভোট। একটি পর্বের ভোটের ফলাফল প্রকাশ্যে আসবে ৮ ফেব্রুয়ারি।