কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবি তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি।
কেন্দ্রের প্রধান শাসকদলের দাবি, তাদের সম্পর্কে এবং তাদের - অর্থাৎ - বিজেপির আদর্শগত পরামর্শদাতা আরএসএস সম্পর্কে মিথ্যা ভাষণ করেছেন কংগ্রেসের উপরোক্ত দুই শীর্ষ নেতা।
বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে ১০ পৃষ্ঠার একটি স্মারকলিপি তথা দাবিপত্র জমা দিয়েছে বিজেপির প্রতিনিধি দল। সেই দলের নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল।
সেই স্মারকলিপিতে রাহুল গান্ধীর সংশ্লিষ্ট বক্তৃতার অংশ উদ্ধৃত করে সেই অংশটুকু 'সেন্সর্ড' করার দাবি তোলা হয়েছে বিজেপির তরফ থেকে।
সংশ্লিষ্ট মহলের একাংশের ব্যাখ্যা, বিজেপির বিরুদ্ধে কংগ্রেস নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর কারণেই পালটা এই পদক্ষেপ করেছে বিজেপি।
উল্লেখ্য, ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে সোশাল মিডিয়ায় সাম্প্রদায়িক বিজ্ঞাপন সম্প্রচারের অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস। তাদের দাবি, সংশ্লিষ্ট বিজ্ঞাপনটি বিভ্রান্তিকর এবং সেই বিজ্ঞাপনে জেএমএম, কংগ্রেস ও আরজেডি নেতৃত্বের সম্পর্কে 'ভুয়ো তথ্য' প্রচার করা হচ্ছে।
এরপর সোমবারই কংগ্রেসের প্রধান দুই নেতা রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়্গেকে নিশানা করে পালটা কমিশনের কাছে নালিশ জানাল বিজেপি।
বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই প্রসঙ্গে বলেন, 'আমরা ওঁদের জানিয়েছি যে লোকসভার বিরোধী দলনেতা মহারাষ্ট্রে মিথ্যা ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, বিজেপি সংবিধানকে ধ্বংস করে দিতে চায়।'
বিজেপির ওই অভিযোগপত্রে আরও দাবি করা হয়েছে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী নাকি তাঁর ভাষণে বলেছেন, অন্যান্য রাজ্য 'মহারাষ্ট্রের কাছ থেকে তার সুযোগ ও সম্ভাবনা কেড়ে নিচ্ছে'।
রাহুল গান্ধীর ভাষণের সংশ্লিষ্ট অংশ উল্লেখ করে বিজেপির তরফে দাবি করা হয়েছে, লোকসভার বিরোধী দলনেতা মহারাষ্ট্রে দাঁড়িয়ে বলেছেন, ভারতের অন্যান্য রাজ্যে অ্যাপল সংস্থার আইফোন এবং বোয়িং সংস্থার বিমান নির্মাণ করা হচ্ছে।
রাহুল গান্ধীর এই দাবিগুলিকে 'সম্পূর্ণভাবে যাচাই না করা তথ্য' বলে তোপ দেগেছে বিজেপি। তাদের বক্তব্য, 'তিনি (রাহুল গান্ধী) লাগাতার বিজেপির বিরুদ্ধে মিথ্যা, যাচাই না করা এবং ভিত্তিহীন নানা অভিযোগ করে চলেছেন। তিনি আসলে একাই মহারাষ্ট্র নির্বাচনের সমস্ত নির্বাচনী ফায়দা লুটতে চান...।'
প্রসঙ্গত, বিজেপির বিরুদ্ধে কংগ্রেস নির্বাচন কমিশনের অভিযোগ জানিয়েছিল রবিবার। তাতে একটি বিশেষ বিজ্ঞাপনের উল্লেখ করে, সেই বিজ্ঞাপনের প্রচারে আপত্তি জানানো হয়েছিল।
উল্লেখ্য, বিজেপির তরফে সেই বিজ্ঞাপনটি ফেসবুকে পোস্ট করা হয়েছিল গত ৯ নভেম্বর। কংগ্রেসের অভিযোগ, সংশ্লিষ্ট বিজ্ঞাপনটি সম্প্রচার করে বিজেপি সরাসরি আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছে।