মধ্যপ্রদেশের গোয়ালিয়ারে এক বিজেপি নেতার হত্যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গোয়ালিয়ারের স্থানীয় পুরসভার ৮ নং ওয়ার্ডের পুর সদস্য শৈলু কুশওয়াহাকে মারধর করার ভিডিয়ো ভাইরাল হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার দিন একটি জন্মদিনের পার্টিতে যাচ্ছিলেন শৈলু। সেখানেই তাঁকে বেধড়ক মারধর করা হয়।
শৈলু কুশওয়াহার মৃত্যু ঘিরে যে ভিডিয়ো উঠে এসেছে, সেখানে দেখা গিয়েছে ৫ জন ব্যক্তি তাকে বেধড়ক মারধর করছে। দেখা গিয়েছে, রাস্তার মাঝে ফেলে কুশওয়াহাকে মারধর করা হচ্ছে। যে ভিডিয়ো তোলা হয়েছে, তা পুলিশের হাতেও তুলে দেওয়া হয় পরে। এদিকে, কুশওয়াহার পরিবার জানাচ্ছে, কিছু সামাজিক কারণে তাঁরই কয়েকজন বন্ধুর সঙ্গে বিরোধ বাঁধে শৈলু কুশওয়াহার। তারপর তা ২ মাস আগেই ঠিকঠাকও হয়ে যায়। শৈলুর স্ত্রী রাধা কুশওয়াহার দাবি, জেনে বুঝে ষড়যন্ত্র করে শৈলুকে ওই জন্মদিনের পার্টিতে ডেকে আনা হয়। তারপর তাঁকে খুন করে দেওয়া হয়। গোটা বিষয়টি পূর্ব পরিকল্পিত বলে দাবি করছে কুশওয়াহা পরিবার। উল্লেখ্য, কুশওয়াহাকে মারধরেরর যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তা দেখেই পুলিশ বাকি অভিযুক্তদের ধরার চেষ্টায় রয়েছে। পুলিশ জানিয়েছে খুব শিগিগিরিই অভিযুক্তদের গ্রেফতার করা হবে।
গোয়ালিয়ারের অ্যাডিশনার সুপারিন্টেডেন্ট রাজেশ ধনদোতিয়া জানিয়েছেন, জনৈক ভিকি কৌশল নামের এক ব্যক্তিকে কুশওয়াহা হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে ওই ভিকি কৌশলকে আপাতত জেরা করছে পুলিশ। তার সূত্র ধরেই বাকিদের গ্রেফতার করা যাবে বলে মনে করছে প্রশাসন। ঘটনা ঘিরে স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে গোয়ালিয়ারের আশপাশের এলাকায়।