NEW DELHI :
৪০০ পার করার টার্গেট নিয়ে এবার ভোটে নেমেছিল বিজেপি। কিন্তু শেষ পর্যন্ত দেখা গিয়েছে সেই টার্গেট থেকে অনেক দূরে রয়েছে গেরুয়া শিবির। কিন্তু এবার সেই ভোটের ফলাফল ঘোষণার পরে ও ভোটের সংখ্য়া পর্যালোচনার পরে যে তথ্য দেখা দিয়েছে তা চমকে দেওয়ার মতো।
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কেন্দ্রে তার টানা তৃতীয় সরকার গঠন করতে চলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৮ জুন শীর্ষ পদে টানা তৃতীয়বারের জন্য শপথ নিতে পারেন। তবে ৫৪৩ সদস্যের বিধানসভায় ২৪০টি আসন পেয়ে গেরুয়া শিবির জেপি নড্ডার নেতৃত্বাধীন দলটির একক সংখ্যাগরিষ্ঠতার হ্যাটট্রিক থেকে বঞ্চিত হয়েছে।
বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) ২৯৩টি লোকসভা আসন জিতেছে, যা সংখ্যাগরিষ্ঠতার (২৭২) চেয়ে ২১টি বেশি।
একটি সমীক্ষা অনুযায়ী, বিজেপি এককভাবে ২৭২টি আসন জিততে পারেনি। এটি মোট ২৩.৫৯ কোটি ভোট (৩৬.৬% ভোট শেয়ার) পেয়েছে, যা পাঁচ বছর আগে ২২.৯ কোটি (৩৭.৩%) ছিল।
সমীক্ষায় যা পাওয়া গেছে তা জেনে নিন:
(1.) বিজেপি ৬,০৯,৬৩৯টি ভোট অতিরিক্ত পেলে ২৭২টি আসন পেত। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৩২টি আসনে এই আসন রয়েছে। এই আসনগুলিতে বিজেপি প্রার্থীরা খুব সামান্য ব্যবধানে বিজয়ীর পরে দ্বিতীয় স্থানে ছিলেন।
যেমন, চণ্ডীগড় লোকসভা কেন্দ্রে বিজেপি মাত্র ২৫০৯ ভোটে পরাজিত হয়েছে। হামিরপুর (উত্তরপ্রদেশ; ২৬২৯ ভোটের ব্যবধানে), সালেমপুর (উত্তরপ্রদেশ; ৩৫৭৩), ধুলে (মহারাষ্ট্র; ৩৮৩১), ধৌরহরা (উত্তরপ্রদেশ; ৪৪৪৯), দমন ও দিউ (দমন ও দিউ; ৬২২৫), আরামবাগ (পশ্চিমবঙ্গ; ৬৩৯৯) এবং বীড (মহারাষ্ট্র; মহারাষ্ট্র; ৬৫৫৩) আসনে একই ধরনের ব্যবধানে পরাজিত হয়েছে বিজেপি দলটি।
(৩) এই অল্প ব্যবধানের মধ্য়ে সবথেকে বেশি ফারাক রয়েছে এমন ১৬টি কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে।
লুধিয়ানায় (পঞ্জাব) ব্যবধান ২০,৯৪২ । উত্তরপ্রদেশের খেরিতে সর্বোচ্চ ৩৪,৩২৯ ভোটের ব্যবধান।
(৪) বিজেপি ১৬৮ জন বর্তমান সাংসদকে তাদের নিজ নিজ আসনে ধরে রেখেছে, যাদের মধ্যে ১১১ জন (৬৬%) পুনরায় নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে যে আসনগুলোতে (১৩২টি) বর্তমান সংসদ সদস্যরা পুনরাবৃত্তি করেননি, সেসব আসনে ৯৫টি (৭২%) আসন ধরে রেখেছে দলটি। সব মিলিয়ে ৪৪১ জন প্রার্থী দাঁড় করিয়েছে।
সব মিলিয়ে দেখা গিয়েছে একাধিক আসনে বিজেপি খুব অল্পের জন্য় পরাজিত হয়েছে। সেই আসনগুলিতে বিজেপি জিতে গেলে তাদের আসন সংখ্যা আরও বাড়তে পারত। সেক্ষেত্রে কার্যত যারা এই আসন গুলিতে জিতে গিয়েছে তারা অল্প ভোটের ব্যবধানে জিতে গিয়েছে।