বৈভব তিওয়ারি
ডিএমকে সাংসদ এ রাজা ভগবান রামচন্দ্রকে কটাক্ষ করেছেন এবং সাম্প্রতিক 'ঘৃণামূলক ভাষণে' ভারতের ধারণা নিয়ে প্রশ্ন তুলেছেন বলে মঙ্গলবার দাবি করেছে বিজেপি। বিজেপি নেতা অমিত মালব্য এক্স-এ সেই বক্তব্য পোস্ট করেছেন এবং বলেছেন যে বিতর্কিত সাংসদ ভারতের বলকানাইজেশন করার আহ্বান জানিয়েছেন। বিতর্কিত 'সনাতন ধর্ম' মন্তব্যের জন্য ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট সমালোচনামূলক পর্যবেক্ষণ করার একদিন পরেই নতুন বিতর্ক শুরু হয়েছিল।
বিজেপির নেতার দাবি, ডিএমকে-র আস্তাবল থেকে বিদ্বেষমূলক বক্তব্য অব্যাহত রয়েছে। উদয়নিধি স্ট্যালিনের সনাতন ধর্মকে নিশ্চিহ্ন করার আহ্বানের পর এখন এ রাজা ভারতের বলকানাইজেশনের ডাক দিচ্ছেন, ভগবান রামকে উপহাস করছেন, মণিপুরীদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করছেন এবং জাতি হিসেবে ভারতের ধারণাকে প্রশ্নবাণে বিদ্ধ করছেন।
অমিত মালব্য সেই ভাষণের ভিডিও তামিল ভাষায় পোস্ট করেছেন। সেই মন্তব্যের ইংরেজি অনুবাদও শেয়ার করেছেন।
কী আছে সেই বক্তব্যে?
'ভারত কোনও জাতি নয়। এটা ভালো করে বুঝুন। ভারত কখনই এক জাতি নয়। এক জাতি মানে এক ভাষা, এক ঐতিহ্য এবং এক সংস্কৃতি। তাহলেই একটি জাতি। ভারত কোনো জাতি নয়, একটি উপমহাদেশ। কারণটা কী? এখানে তামিল এক জাতি এবং এক দেশ। মালয়ালম এক ভাষা, এক জাতি এবং এক দেশ। ওড়িয়া একটি জাতি, একটি ভাষা এবং একটি দেশ। এই সমস্ত জাতি ভারত নিয়ে গঠিত। সুতরাং ভারত কোনো দেশ নয়, এটি একটি উপমহাদেশ। রয়েছে নানা ঐতিহ্য ও সংস্কৃতি। আপনি যদি তামিলনাড়ুতে আসেন, সেখানে একটি সংস্কৃতি রয়েছে। কেরালায় অন্য সংস্কৃতি রয়েছে। দিল্লিতে অন্য সংস্কৃতি আছে। ওড়িয়ায় অন্য সংস্কৃতি আছে। কেন মণিপুরে, আরএস ভারতী যেমন বলেছিলেন, তারা কুকুরের মাংস খান। হ্যাঁ, এটা সত্যি, ওরা খায়। এটা একটা সংস্কৃতি। কোনও ভুল নেই। অমিত মালব্যের অনুবাদ অনুসারে এটা জানা গিয়েছে। এ রাজা বলেন, এটি আমাদের মনের মধ্যে রয়েছে।
অমিত মালব্যের দাবি করেছেন যে এ রাজা বলেছেন, আমরা রামের শত্রু।
'আপনি যদি বলেন ইনিই ঈশ্বর। এটা যদি আপনাদের জয় শ্রীরাম হয়, এটা যদি আপনাদের ভারত মাতা কি জয় হয়, তাহলে আমরা কখনই সেই জয় শ্রীরাম এবং ভারত মাতাকে মেনে নেব না। তামিলনাড়ু মেনে নেবে না। তুমি গিয়ে বলো , আমরা রামের শত্রু। রামায়ণ, প্রভু রামের উপর আমার ভরসা নেই। আপনি যদি বলেন রামায়ণের নামে মানবিক সম্প্রীতি, যেখানে চার ভাই হয়ে, একজন শিকারি ভাই হয়ে, আরেক বানর ভাই হয়ে, আরেক বানর ষষ্ঠ ভাই হয়ে, তাহলে আপনার জয় শ্রীরাম ছি! ইডিয়টস!", তিনি বলেছিলেন।
এদিকে হনুমান গড়ি মন্দিরের প্রধান পুরোহিত এক রাজার ভাষণের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
ডিএমকে নেতা যা বলেছেন তা নিন্দনীয়। গোটা দুনিয়া 'রাম মে'... আমরা এ বিষয়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে চিঠি লিখব।
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের দাবি, ডিএমকে নেতা টুকরে টুকরে গ্যাংয়ের অংশ।
এরাই হিন্দির গালি দেয়, ভারতকে শেষ করার কথা বলে, 'টুকরে টুকরে' গ্যাংকে সমর্থন করে এবং রাজ্যসভা নির্বাচনে তাদের নেতা জেতার পর 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দেয়। এরাই ভারতীয় সংস্কৃতিকে ধ্বংস করতে চায়। তারা 'ইন্ডি' জোট গঠন করেছে কিন্তু তাদের ঔদ্ধত্য বেরিয়ে আসছে। কী এমন বাধ্যবাধকতা ছিল যে তাদের 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দিতে হয়েছিল এবং 'টুকরে টুকরে' গ্যাংকে সমর্থন করতে হয়েছিল শুধু একটি নয়, বহুবার?
তামিলনাড়ুতে কংগ্রেসের জোটসঙ্গী ডিএমকে।
তামিলনাড়ুর বিজেপি মুখপাত্র নারায়ণন থিরুপতি বলেন, এ রাজাকে গ্রেফতার করা উচিত।
সংবাদ সংস্থা এএনআই এর ইনপুট সংযুক্ত করা হল