বাংলা নিউজ > ঘরে বাইরে > রাজস্থানে ষড়যন্ত্রের অভিযোগ উড়িয়ে সিবিআই তদন্তের দাবি বিজেপির

রাজস্থানে ষড়যন্ত্রের অভিযোগ উড়িয়ে সিবিআই তদন্তের দাবি বিজেপির

কংগ্রেসের এই অভিযোগকে চ্যালেঞ্জ করে ঘটনার সিবিআই তদন্তের দাবি জানালেন বিজেপি মুখপাত্র সম্বিৎ পাত্র।

কংগ্রেসের বিরুদ্ধে তাদের রাজ্য স্তরের নেতাদের ফোনে আড়ি পাতার অভিযোগ জানাল বিজেপি।

অশোক গেহলট সরকার ফেলে দেওয়ার জন্য বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে যোগসাজশ করছে বিজেপি, কংগ্রেসের এই অভিযোগকে চ্যালেঞ্জ করে ঘটনার সিবিআই তদন্তের দাবি জানাল পদ্ম শিবির।

শনিবার রাজস্থানের শাসকদলের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে তাদের রাজ্য স্তরের নেতাদের ফোনে আড়ি পাতার অভিযোগও জানাল বিজেপি। 

শনিবার বিজেপি মুখপাত্র সম্বিৎ পাত্র প্রশ্ন তুলেছেন, ‘ফোনে আড়ি পাতা কি আইবি বিষয় নয়? ফোনে আড়ি পাতার সময় কি সব শর্তাবলী পূর্ণ করা হয়েছিল? রাজ্যে সব ক্ষেত্রে একই রকম নীতি পালন করা হচ্ছে কি না এবং ঘোমটার আড়ালে জরুরি অবস্থা জারি করা হয়েছে কি না, তা মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে।’

শুক্রবার সংবাদমাধ্যমকে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা দাবি করেন, রাজস্থানে সরকার ফেলে দেওয়ার উদ্দেশে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত-সহ একাধিক বিজেপি নেতার বিক্ষুব্ধ শচীন পাইলট ও তাঁর অনুগামী নেতাদের সঙ্গে ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে তাঁদের ফোনে কথোপকথনের টেপ কংগ্রেসের কাছে রয়েছে। তাঁর অভিযোগ অবশ্য সঙ্গে সঙ্গেই অস্বীকার করেন শেখাওয়াত ও অন্যান্য বিজেপি নেতারা। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, কংগ্রেসের কাছে থাকা টেপে যে কণ্ঠস্বর কেন্দ্রীয় মন্ত্রীর বলে চালানো হচ্ছে, তা আদৌ তাঁর নয়।

এ দিন পাত্র পালটা দাবি করেন, রাজস্থান কংগ্রেসের অন্দরমহলে ষড়যন্ত্র চলেছে এবং তার দায় এখন বিজেপির ঘাড়ে ফেলার চেষ্টা হচ্ছে। তিনি বলেন, ‘আমাদের নীতিবোধ স্ফটিকস্বচ্ছ এবং আমরা সংবিধান মেনে চলি। এই কারণেই আমরা সিবিআই তদন্ত চাই।’

 

বন্ধ করুন