ঝাড়খণ্ডে মাঝপথেই ভোট চাইছে বিজেপি। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে সাফ জানিয়েছেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে সরানোর জন্য রাজ্যপালকে চিঠি দিয়েছে ভারতের নির্বাচন কমিশন।
তিনি বলেন, হেমন্ত সোরেনের নৈতিক দিক থেকে মিড টার্ম ইলেকশনে যাওয়া উচিত। বিধানসভা ভেঙে দেওয়া দরকার। ৮১টি কেন্দ্রেই ফের ভোট করা দরকার। বিজেপি এই দাবি করছে।
এদিকে এর আগেই নির্বাচন কমিশনের চিঠি গিয়েছে রাজ্যপালের কাছে। আমি ঘোষণা করছি অগস্টের মধ্যেই এনিয়ে পদক্ষেপ হবে। আগেই টুইট করেছিলেন বিজেপি সাংসদ। ঠিক কী অভিযোগ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে?
পাথর খাদানের ইজারা নিজের নামে করার অভিযোগ উঠেছিল হেমন্ত সোরেনের বিরুদ্ধে। সেই অভিযোগ তুলে এর আগেই মুখ্যমন্ত্রীকে পদ থেকে সরানোর দাবি তুলেছিলেন বিজেপি নেতৃত্ব। এরপর রাজ্যপাল এনিয়ে কমিশনের কাছে জানতে চেয়েছিলেন। সরকারের শীর্ষ আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, কমিশন এনিয়ে সুপারিশ পাঠিয়েছিল।
রাজ্যপাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন, কোনও নির্দেশ এসেছে কি না আমার জানা নেই। এইমসে চিকিৎসা করাতে গিয়েছিলাম। রাজভবনে না যাওয়া পর্যন্ত কিছু বলতে পারব না।
প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির জন্য় যদি কেউ দায়ী থাকে তবে সেটা সোরেন সরকার নিজে দায়ী। নিজেদের কাজের ফল ভোগ করতে হচ্ছে তাদের।
সংবাদ সংস্থাকে তিনি জানিয়েছেন, দেখা যাক সরকার কী পদক্ষেপ নেয়। হেমন্ত সোরেন তার পদের অপব্যবহার করেছেন। তিনি দুর্নীতি করেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।