সামনের মাসেই হরিয়ানায় নির্বাচন। সেই ভোটের প্রার্থী তালিকায় রয়েছেন সুনীল সাংগোয়ান। কে এই সুনীল সাংগোয়ান?
এই ব্যক্তি হলেন প্রাক্তন জেল আধিকারিক। তিনি দেরা সাচ্চা সৌদার প্রধান তথা ধর্ষণকাণ্ডে অভিযুক্ত রাম রহিমকে অন্তত ৬বার প্যারোলে মুক্তির নির্দেশ দিয়েছিলেন। আর সেই প্রাক্তন জেল আধিকারিককে ভোটে লড়ার টিকিট দিল বিজেপি। তিনি দাদরি আসন থেকে লড়াই করবেন। ২০১৯ সালে এই আসন থেকে নির্দল প্রার্থী হিসাবে লড়েছিলেন সোম্ভির সাঙ্গোয়ান।
সোম্ভির সাঙ্গোয়ান ছিলেন সেই তিনজন নির্দল বিধায়কের মধ্য়ে অন্য়তম যিনি কংগ্রেসকে সমর্থন করেছিলেন। এবার যদি দাদরি থেকে তাঁকে টিকিট দেওয়া হয় তবে তিনি সম্ভবত কংগ্রেসে যোগ দিতে পারেন।
এদিকে ওই জেল আধিকারিক সম্প্রতি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। তিনি চাকরিতে থাকাকালীন অন্তত ৬বার রাম রহিমকে প্যারোলে মুক্তির ব্যবস্থা করে দিয়েছিলেন। আর তাঁকেই কি এবার টিকিট দিয়ে পুরস্কার দিল বিজেপি?
এদিকে রাম রহিমকে যেভাবে বার বার প্য়ারোলে মুক্তি দেওয়া হয়েছে তা অনেককেই অবাক করে। সূত্রের খবর রাম রহিমের প্রচুর ভক্ত রয়েছে হরিয়ানা, পাঞ্জাব ও রাজস্থানে। সেই রাম রহিমকে একাধিক ভোটের আগে প্যারোলে ছাড়া হয়েছিল। এমনকী গত নভেম্বর মাসে রাজস্থান ভোটের আগে তিন সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল।
২০২২ সালে তিনি তিন বার প্যারোলে মুক্তি পেয়েছিলেন। পাঞ্জাবে ভোটের আগে ফেব্রুয়ারি মাসে তিনি ২১দিনের জন্য মুক্তি পেয়েছিলেন, হরিয়ানায় পুর নির্বাচনের আগে জুন মাসে এক মাসের জন্য মুক্তি পেয়েছিলেন, হরিয়ানা উপনির্বাচনের আগে তিনি ৪০দিনের জন্য মুক্তি পেয়েছিলেন।
হরিয়ানার রোহতাক জেলায় সুনারিয়া জেলে রয়েছে রাম রহিম। দুজন শিষ্যাকে ধর্ষণের অভিযোগে তিনি ২০ বছর জেল খাটছেন। আগামী মাসে হরিয়ানায় ভোট। তার আগে সব রাজনৈতিক দলই মাটি কামড়ে লড়াই করছে। কংগ্রেস ও বিজেপি দুই রাজনৈতিক দলের কাছেই এটা মর্যাদার লড়াই। তবে বিজেপির তরফে ওই প্রাক্তন জেল আধিকারিককে টিকিট দেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
এর আগে মার্চ মাসে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট হরিয়ানা সরকারকে নির্দেশ দিয়েছিল ডেরা সাচা সৌদের প্রধান গুরমীত রাম রহিমকে আর প্যারোলে ছাড়ার আবেদনকে অনুমোদন করবেন না এই আদালতের অনুমতি ছাড়া। প্রসঙ্গত রাম রহিম ধর্ষণ ও খুনের ধারায় অভিযুক্ত হয়ে জেলবন্দি। তবে বর্তমানে তিনি প্যারোলে মুক্ত। গত দু বছরে তিনি ২৩২দিনের জন্য মুক্তি পেয়েছিলেন। বর্তমানে তিনি প্য়ারোলে মুক্ত হয়েছেন। পরিসংখ্য়ান বলছে ২০২২ ও ২০২৩ সালে ৯১দিন করে মুক্তি পেয়েছিলেন ওই ডেরা প্রধান।