বাংলা নিউজ > ঘরে বাইরে > ভোটে জিতে ‘মুখ বদল’-এর পথে হাঁটছে BJP, কেমন হবে চার রাজ্যের নতুন সরকার?

ভোটে জিতে ‘মুখ বদল’-এর পথে হাঁটছে BJP, কেমন হবে চার রাজ্যের নতুন সরকার?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা (পিটিআই) (PTI)

চার রাজ্যের মন্ত্রিসভা গঠনের কাজ হোলির পর থেকে শুরু হতে পারে বলে জানা গিয়েছে।

সদ্য পাঁচ রাজ্যের নির্বাচনের ফল প্রকাশ হয়। যেখানে দেখা যায় চার রাজ্যে ফের সরকার গঠন করতে সক্ষম হয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে গত এক সপ্তাহে এই রাজ্যগুলিতে সরকার গঠন নিয়ে জল্পনা জারি রয়েছে। উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি হেরেছেন। এই আবহে তাঁকেই মুখ্যমন্ত্রী করা হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। এমনকি মণিপুর ও গোয়ার জয়ী মুখ্যমন্ত্রীদের নিয়েও সংশয় রয়েছে। এরাই ফের মুখ্যমন্ত্রী হবেন কিনা সেই বিষয়ে কোনও স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়নি বিজেপির তরফে। এরই মধ্যে বিজেপির তরফে কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে সরকার গঠন প্রক্রিয়ার উপর নজর রাখতে। শুধুমাত্র উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী মুখ নিয়ে কোনও সংশয় নেই। তবে এই রাজ্যেও সরকারের বাকি সদস্যদের নিয়ে জোর জল্পনা রয়েছে।

বিজেপি সূত্রে জানা গিয়েছে যে উত্তরপ্রদেশ সম্পর্কে কোনও সন্দেহ নেই যে যোগী দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন। পাশাপাশি জানা যাচ্ছে, জল্পনা থাকলেও মণিপুরের বিদায়ী মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবং গোয়ার বিদায়ী মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত আবার তাঁদের চেয়ার ফিরে পাবেন। তবে উত্তরাখণ্ডে নয়া মুখ্যমন্ত্রী নিয়োগ করা হতে পারে বলে জানা যাচ্ছে।

প্রমোদ সাওয়ান্ত এবং বীরেন সিং উভয়েই বুধবার দিল্লিতে বিজেপির বৈঠকে ছিলেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী মোদী, দলের সভাপতি জেপি নড্ডা সহ আরও অনেক নেতা। জানা গিয়েছে এই বৈঠকে সরকার গঠন সম্পর্কে আলোচনা হয়েছে। আরও জানা যাচ্ছে, এই রাজ্যগুলিতে সরকার গঠনের কাজ ২০ মার্চের পরই শুরু হবে। এদিকে এই রাজ্যগুলিতে মুখ্যমন্ত্রী মুখ এক থাকলেও মন্ত্রিসভায় বিজেপি নতুন সদস্যদের অন্তর্ভুক্ত করতে পারে বলে খবর।

 

বন্ধ করুন