বাংলা নিউজ > ঘরে বাইরে > দ্রৌপদী মুর্মুকে 'স্ট্যাচু' কটাক্ষ তেজস্বীর, RJD নেতার শিক্ষা নিয়ে প্রশ্ন BJP'র

দ্রৌপদী মুর্মুকে 'স্ট্যাচু' কটাক্ষ তেজস্বীর, RJD নেতার শিক্ষা নিয়ে প্রশ্ন BJP'র

আরজেডি নেতা তেজস্বী যাদব ও যশবন্ত সিনহা(ANI Photo) (Aftab Alam Siddiqui)

বিজেপি নেতৃত্বের দাবি, এই রাজপুত্রদের নিয়ে এই এক সমস্যা। সংরক্ষণের জেরে তারা দলের সভাপতি হয়ে যান। তাঁদের গণতান্ত্রিক মূল্যবোধও নেই। একারণেই কারোর মর্যাদাকে ক্ষুণ্ণ করতে কিছু লোকজন এই ধরনের অসভ্য ও অতিরঞ্জিত মন্তব্য করেন।

বিজয় স্বরূপ

আরজেডি নেতা তেজস্বী যাদব সম্প্রতি রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে কার্যত স্ট্যাচু বলে কটাক্ষ করেছিলেন। এবার তেজস্বীকে এনিয়ে পালটা কটাক্ষ করলেন বিজেপি নেতৃত্ব। শনিবার আরজেডি নেতা তেজস্বী যাদব দ্রৌপদী মুর্মুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। তিনি জানিয়েছিলেন, রাষ্ট্রপতি ভবনের কোনও স্ট্যাচুর প্রয়োজন নেই। আপনারা নিশ্চয়ই দেখেছেন যশবন্ত সিনহা কতবার মুখ খুলেছেন। কিন্তু দ্রৌপদী মুর্মুকে কখনও কথা বলতে দেখেছেন। আমার এসব কথা বলা উচিত নয়। কিন্তু কোনওদিন শুনিনি। আমি কখনও শুনিনি আপনারা কোনওদিন শুনেছেন কি না। তিনি প্রেস মিটও কোনওদিন করেননি।

এনিয়ে পালটা কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি ডাঃ সঞ্জয় জয়সওয়াল। তাঁর দাবি যারা কোনওদিন ভালো করে পড়াশোনা করেনি তারা রাষ্ট্রপতি পদের গুরুত্ব বুঝবেন না।

তিনি বলেন, এই রাজপুত্রদের নিয়ে এই এক সমস্যা। সংরক্ষণের জেরে তারা দলের সভাপতি হয়ে যান। তাঁদের গণতান্ত্রিক মূল্যবোধও নেই। একারণেই কারোর মর্যাদাকে ক্ষুণ্ণ করতে কিছু লোকজন এই ধরনের অসভ্য ও অতিরঞ্জিত মন্তব্য করেন।

তিনি বলেন,দ্রৌপদী মুর্মু আদিবাসী মহিলা হয়েও তিনি ওড়িশার বেস্ট এমএলএ শিরোপা পেয়েছিলেন। তিনি রাজ্যপাল থাকাকালীন হেমন্ত সোরেনও তাঁকে সমর্থন করতেন।

বিহার বিজেপির মুখপাত্র নিখিল আনন্দের দাবি, তেজস্বী যাদব যেভাবে দ্রৌপদীজীকে মূর্তি বলে উল্লেখ করেছেন এটা ঠিক নয়।

ঘরে বাইরে খবর

Latest News

মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.