এবারের লোকসভা নির্বাচনের ট্রেন্ড রীতিমত চমকপ্রদ। সকাল থেকেই হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে। কিন্তু এবার যে তথ্য প্রকাশ্যে আসছে সেটা অবাক করার মতোই। এবার বাম দলগুলো যতই দাবি করুক না কেন তাদের পুনরুত্থান হবে, বাংলায় তারা আবারও খাতা খুলবে, কিন্তু বাস্তবে তেমন কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। উল্টে কেরল চমক দিচ্ছে।
আরও পড়ুন: এগিয়ে – পিছিয়ের অঙ্কে টানটান লড়াই, ২০১৯ সালের ছবিই স্পষ্ট হচ্ছে ২০২৪ নির্বাচনে
আরও পড়ুন: এগিয়ে কঙ্গনা, পিছিয়ে দেব! রবি কিষান - রচনা - অরুণ গোভিল সহ কোন তারকা প্রার্থীরা কোথায় দাঁড়িয়ে?
এখনও পর্যন্ত যা আপডেট পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশনের থেকে সেটা অনুযায়ী কেরলে খাতা খুলতে পারে বিজেপি। হ্যাঁ, ইতিহাসে প্রথমবার। সকলকে চমকে দিয়ে এই রাজ্যে ২ আসনে এগিয়ে বিজেপি। ২ আসনে এগিয়ে সিপিআইএমও।
কেরলে রাজীব চন্দ্রশেখর ১১ হাজার ২২৩ ভোটে তিরুবনন্তপুরমে এগিয়ে আছেন শশী থারুরের থেকে। অন্যদিকে ত্রিসুর লোকসভা কেন্দ্রেও বিজেপি জেতার লক্ষ্যে এগোচ্ছে। এখানে তাঁদের প্রার্থী সুরেশ গোপী ৭২ হাজার ৭৬৩ ভোটে সিপিআই প্রার্থীর থেকে এগিয়ে আছেন।
তবে অন্যদিকে ত্রিপুরায় কিন্তু বাম এখনও শূন্য অবস্থাতেই আছে। সেখানে ২ টি আসনের দুটিতেই এগিয়ে আছে বিজেপি। বাংলায় সকালের দিকে বাম একটা আসনে এগিয়ে থাকলেও পরে সেটা শূন্য হয়ে গিয়েছে।
আরও পড়ুন: লোকসভা নির্বাচনের ফলাফল: কেরল এবং তামিলনাড়ুতে এগিয়ে ইন্ডিয়া জোট
আরও পড়ুন: বাংলায় হাওয়া টাইট BJP, সরকার গঠনের পথে ওড়িশায়
তবে কি সিপিআইএমকে জনগণ এখনও বিকল্প শক্তি হিসেবে ভেবে উঠতে পারছে না? নাকি ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় তারা যতটা অ্যাক্টিভ থাকে বাস্তবে জনসংযোগ করার সময় সেখানে কোথাও ঘাটতি থেকে যাচ্ছে? উত্তরটা সময় বলবে।