দিল্লি বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগের 'প্রমাণ' পেশ করতে বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছে আম আদমি পার্টি (আপ)।
এএনআই সূত্রে জানা গিয়েছে আপ সুপ্রিমো বলেন, আজ আমরা নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে তাদের সামনে ৩০০০ পাতার প্রমাণ জমা দিয়েছি যে বিজেপি কীভাবে দিল্লির মানুষের ভোট কাটার ষড়যন্ত্র করছে। গরিব, তফসিলি জাতি, দলিতদের ভোট কাটা হচ্ছে। ভোটের গুরুত্ব আপনারা ভালো করেই জানেন।
আপের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বলেন, 'আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, কীভাবে একজন বিজেপি সদস্য শাহদারা এলাকায় ১১ হাজার মানুষের ভোট কাটার কাজ করেছেন।
আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি যে নির্বাচনের আগে এই গণ হারে নাম মুছে ফেলা বন্ধ করতে এবং যারা গণহারে নাম বাদ দেওয়ার আবেদন করেছে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হোক। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের আগে গণহারে ছাঁটাই করা হবে না। জানিয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
কেজরিওয়াল আরও উল্লেখ করেছেন যে ভোটারদের নাম মুছে ফেলার ক্ষেত্রে, বুথ স্তরের অফিসার (বিএলও) বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে নিয়ে একটি ক্ষেত্র তদন্ত পরিচালনা করবেন।
'ভোটারদের নাম কেটে আপকে হারাতে চাইছে বিজেপি', মন্তব্য সিসোদিয়ার
এদিন সকালে এক সাংবাদিক সম্মেলনে বর্ষীয়ান আপ নেতা মণীশ সিসোদিয়া অভিযোগ করেন, ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য বিজেপি প্রচুর আবেদন জমা দিয়েছে।
দিল্লিতে যখন আম আদমি পার্টিকে পরাস্ত করা তাদের (বিজেপি) পক্ষে অসম্ভব হয়ে পড়েছে, যখন অরবিন্দ কেজরিওয়ালকে থামানো অসম্ভব হয়ে পড়েছে, তখন তারা ভোট কেটে আপকে হারাতে চাইছে। ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য প্রচুর আবেদন জমা পড়েছে, যার মধ্যে বছরের পর বছর ধরে একই এলাকায় বসবাসকারী ব্যক্তিরাও রয়েছেন। দাবি মণীশ সিসোদিয়ার।
টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার লক্ষ্যে আম আদমি পার্টি অভিযোগ করেছে, বিজেপি ভোটারদের প্রভাবিত করার জন্য ভোটার তালিকায় কারচুপি করার চেষ্টা করছে।