একুশের নির্বাচনের পর থেকে বাংলায় আর তাঁকে দেখা যায়নি। রাজনীতির ময়দানেও অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন। এই আবহে মহিলাদের পোশাক নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। আর তাতেই সংবাদমাধ্যমে আবার নাম ভেসে উঠল বিজেপির শীর্ষনেতা কৈলাস বিজয়বর্গীয়র। মহিলারা ইদানিং যে জামাকাপড় পরছেন সেটা যদি নোংরা হয় তবে সেই মহিলাকে দেখতে শূর্পণখার মতো হয় বলে বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। আর এই মন্তব্য নিয়েই এখন তেতে উঠেছে রাজ্য ও জাতীয় রাজনীতি।
এদিকে মধ্যপ্রদেশের ইন্দোরে হনুমান জয়ন্তী উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে মহিলাদের পোশাক নিয়ে এমন মন্তব্য করেছেন বিজেপি নেতা। যা প্রকাশ্যে আসতেই নিন্দায় সরব হয়েছে রাজনীতিবিদ থেকে বুদ্ধিজীবীরা। একদা পশ্চিমবঙ্গের রাজনীতিতে সক্রিয় কৈলাসের এই মন্তব্যের নিন্দা করেছে তৃণমূল কংগ্রেসও। তবে আগেও কৈলাসের নানা মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। ২০২২ সালে বিহারের পালাবদল নিয়ে সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে আক্রমণ করে কৈলাস বলেছিলেন, ‘মহিলারা যেভাবে তাঁদের প্রেমিক বদলান, নীতীশ তেমনভাবেই শরিক বদলান।’
ঠিক কী বলেছেন কৈলাস? হনুমান জয়ন্তী উপলক্ষে ইন্দোরে একটি ধর্মীয় সভায় হাজির ছিলেন কৈলাস বিজয়বর্গীয়। সেখানে তিনি বলেন, ‘রাতে যখন আমি বাইরে বের হই তখন প্রায়ই দেখি যুবক–যুবতীরা মত্ত অবস্থায় রয়েছে। তখন আমার মনে হয় তাঁদের ভদ্রতা–সভ্যতা শিখিয়ে পাঁচ–সাতটা কষিয়ে থাপ্পড় মেরে দেই। মেয়েরা এত নোংরা জামাকাপড় পরে সে তো আর বলারই নয়। আমরা মহিলাদের দেবীর চোখে দেখি। কিন্তু সেই দেবীত্বর ছিঁটেফোঁটা নেই তাঁদের মধ্যে। ওঁরা শূর্পণখার মতো।’ এই মন্তব্য এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিতেই তা ভাইরাল হয়ে গিয়েছে।
আর কী জানা যাচ্ছে? কৈলাসের মন্তব্য নিয়ে আদালতে যাওয়ার পরিকল্পনা করছে কংগ্রেস। কারণ এটা সমগ্র মহিলাদের ভাবাবেগে আঘাত। মোদী পদবি নিয়ে মন্তব্য করার জেরে সাংসদ পদ খোয়াতে হয়েছে রাহুল গান্ধীকে। তাই সুরাটের সেই রায়কে হাতিয়ার করে আদালতে যেতে চাইছে কংগ্রেস বলে সূত্রের খবর। কৈলাস এদিন আরও বলেন, ‘ঈশ্বর তোমাদের সুন্দর শরীর দিয়েছেন। ভাল পোশাক পরো। দয়া করে আপনার সন্তানদের শেখান। আমি খুবই বিব্রত। সেই সব মেয়েদের দেখতে একদম শূর্পণখার মতো লাগে।’ এই বিষয়ে কংগ্রেসের মুখপাত্র সঙ্গীতা শর্মা বলেন, ‘বিজেপি নেতারা বারবার মহিলাদের অপমান করে। এটা তাদের চিন্তাভাবনা এবং তাদের মনোভাব দেখায়। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়জি নারীদের শূর্পণখা বলে ডাকছেন এবং তাদের পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন। বিজেপির অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত।’ তৃণমূল কংগ্রেস সাংসদ জহর সরকার টুইটারে লিখেছেন, ‘এই ধরনের লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য একটা দলের নিম্ন মানসিকতার বহিঃপ্রকাশ। ওঁকে দেখুন একবার। ভাবুন একবার, আপনি নিরাপদ কি না!’