বাংলা নিউজ > ঘরে বাইরে > Nalin Kateel Speech: 'রাস্তা, নিকাশি এসব ছোট ইস্যু', ফোকাস 'লাভ জেহাদ'-এ! বিজেপি সাংসদদের মন্তব্যে চর্চা শুরু

Nalin Kateel Speech: 'রাস্তা, নিকাশি এসব ছোট ইস্যু', ফোকাস 'লাভ জেহাদ'-এ! বিজেপি সাংসদদের মন্তব্যে চর্চা শুরু

নলিন কাতিল

সোমবার ম্যাঙ্গালুরুতে 'বুথ বিজয় অভিযান' আয়োজন করে বিজেপি। সেখানেই লোকসভার সাংসদ তথা জনপ্রিতিনিধি নলিন কাতিল নিজের বক্তব্য রাখছিলেন মঞ্চে। সেখানেই বিজেপি সাংসদ নলিন কাতিল এই মন্তব্য করেন। যা নিয়ে কন্নড় রাজনীতিতে বিতর্কের ঝড়।

এবার খবরে বিজেপির কর্ণাটকের সাংসদ নলিন কাতিল। সদ্য বিজেপির এক সভায় তাঁকে দেখা যায় ক্যাডারদের নির্দেশ দিতে। সেখানে মঞ্চ থেকে নির্দেশের সুরে নলিন কাতিল বলেন, রাস্তা বা সেচ নিয়ে ফোকাস করতে হবে না , ফোকাস করুন লাভ জেহাদ নিয়ে।

সোমবার ম্যাঙ্গালুরুতে 'বুথ বিজয় অভিযান' আয়োজন করে বিজেপি। সেখানেই লোকসভার সাংসদ তথা জনপ্রিতিনিধি নলিন কাতিল নিজের বক্তব্য রাখছিলেন মঞ্চে। বক্তব্যের মাঝেই তিনি বলেন, ‘আমি আপনাদের বলতে চাইছি, রাস্তা, নিকাশির মতো ছোট ঘটনা নিয়ে কথা বলবেন না। এটা আলোচনা করবেন না যে বেদব্যাস বিধানসৌধের মধ্যে তাঁর হাত তুলেছিলেন। বলতে হবে না যে নলিন কাতিলের অধিকার নেই কিছু বলার। নলিন কাতিলের অধিকার থেকে আপনারা সোনা পাবেন না।’ 

এরপরই তিনি বলেন, ‘যদি আপনারা নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হন, যদি লাভ জেহাদ বন্ধ করতে চান, তাহলে দরকার বিজেপির। লাভ জেহাদ থেকে মুক্তিপেতে আমাদের দরকার বিজেপির।’ এদিকে বিজেপির এই জনপ্রতিনিধির এই বক্তব্য নিয়ে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস। কংগ্রেসের তরফে দাপুটে নেতা ডিকে শিবকুমার একহাত নেন নলিন কাতিলের মন্তব্যকে। শিবকুমার বলেন, ‘সবচেয়ে খারাপ কথা বলেছেন। ওরা (বিজেপি) উন্নয়নের দিকে তাকায় না, তারা দেশে শুধু হিংসা আর হানাহানি নিয়ে ব্যস্ত। তারা আবেগ নিয়ে কথা বলে। আর আমরা উন্নয়নের কথা বলি, ভাবি যাতে মানুষের পেট ভরে।’

এদিকে কন্নড় রাজনীতিতে নলিন কাতিলের মন্তব্য নিয়ে ঝড় শুরু হয়ে গিয়েছে। কন্নড় বিধানসভার বিরোধী দলনেতা বিকে হরিপ্রসাদ বলেছেন, 'নলিন নিজের জীবনে একবার অন্তত সত্যি কথা বলেছেন। উন্নয়নের নিরিখে বিজেপি কিছুই করেনি। মানুষ যা চেয়েছে তা যখন তাঁরা করতে পারে না, তখন চোখ অন্যদিকে ঘুরিয়ে দেয় ওরা। তারা সাম্প্রদায়িক ইস্যুর দিকে নজর ঘুরিয়ে দেয়। তারা ম্যাঙ্গালুরুকে বিব্রত করতে সমস্ত রকমের চেষ্টা করছেন।'

বন্ধ করুন