বাংলা নিউজ > ঘরে বাইরে > মহিলা বস যৌন নির্যাতন করলে সাজা কী, স্থায়ী কমিটিতে প্রশ্ন প্রাক্তন PM-র ছেলের, সমর্থন দিলীপের

মহিলা বস যৌন নির্যাতন করলে সাজা কী, স্থায়ী কমিটিতে প্রশ্ন প্রাক্তন PM-র ছেলের, সমর্থন দিলীপের

স্থায়ী কমিটিতে প্রশ্ন বিজেপি সাংসদদের (HT_PRINT)

পদোন্নতি বা চাকরির লোভ দেখিয়ে ‘বস’দের যৌন নির্যাতনের শিকার হতে হয় মহিলাদের। কিন্তু মহিলা ‘বস’রা একই কাজ করলে কী হবে? এই নিয়ে দণ্ড সংহিতা বিলে কোনও উল্লেখ নেই।

পদোন্নতি বা চাকরি দেওয়ার লোভ দেখিয়ে মহিলা কর্মীদের প্রায়ই যৌন নির্যাতন করেন পুরুষ ‘বস’রা। এর বিরুদ্ধে কড়া ব্যবস্থার সুপারিশ রয়েছে নতুন দণ্ড সংহিতায়। কিন্তু মহিলা ‘বস’ যদি ওই দোষে দুষ্ট হলে কী হবে? দণ্ড সংহিতা বিল নিয়ে এই প্রশ্ন তুললেন বিজেপি সাংসদ নীরজশেখর। স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটিতে এই সওয়াল করা হয়। সাংসদদের পরামর্শ, লিঙ্গ নির্বিশেষে এই শাস্তি দেওয়া হোক এমন ‘বস’-দের।

(আরও পড়ুন: কলকাতা পুলিশের পেজে হঠাৎই শাহরুখ খান! উর্দিধারীদের প্রিয় এখন জওয়ান)

পদোন্নতি বা চাকরি দেওয়ার নাম করে যৌন নির্যাতনের অভিযোগ প্রায়ই শোনা যায়। সরকারি বা বেসরকারি- অধিকাংশ ক্ষেত্রেই এ ধরনের উৎপীড়নের স্বীকার হন মূলত মহিলারাই। সেই কারণে কেন্দ্রের আনা দণ্ড সংহিতা বিলে এমন (পুরুষ) ‘বস’-দের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। দোষী হলে আর্থিক জরিমানার পাশাপাশি দশ বছরের কারাদণ্ডের সুপারিশও আছে এতে। 

(আরও পড়ুন: দুধ খেতে ভালোবাসেন? এর একটি বড় ‘দোষ’ আছে, সেটি জেনে তবেই খান)

‘কিন্তু মহিলা বস অধস্তন পুরুষ কর্মীর যৌন নির্যাতন করলে কী হবে?’ সূত্রের মতে, দণ্ড সংহিতা বিল নিয়ে আলোচনার সময়ে এই প্রশ্ন তোলেন বিজেপি সাংসদ নীরজশেখর। প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের ছেলে নীরজ জানতে চান— মহিলা ‘বস’এর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠলে সাজার কী ব্যবস্থা থাকছে? তাঁকে সমর্থন করেন দিলীপ ঘোষ-সহ একাধিক সাংসদ। দিলীপ-নীরজদের মতে, সময় বদলাচ্ছে দ্রুত। বহু সংস্থার কর্তা এখন মহিলা। তা হলে অভিযোগের তির কেন শুধু পুরুষদের দিকে উঠবে? মহিলা ‘বস’-রা কেন ছাড় পাবেন? সাংসদদের পরামর্শ, যৌন নির্যাতনের ঘটনায় মহিলারা দোষী সাব্যস্ত হলে লিঙ্গ বিচার না করে সমান শাস্তি দেওয়া হোক।

অন্য দিকে এই দিন নয়া অভিযোগ তোলেন বিরোধীরা। স্থায়ী কমিটির বৈঠকে বিরোধীদের বক্তব্য বৈঠকের কার্যবিবরণীতে নথিভুক্ত করা হচ্ছে না বলে অভিযোগ। স্থায়ী কমিটির চেয়ারম্যান ব্রিজলালের কাছে চিঠি লিখে অভিযোগ করেছেন কমিটির সদস্য তথা তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। চিঠিতে তিনি লিখেছেন, গত মাসে কমিটির বৈঠকে ডিএমকে সাংসদ দয়ানিধি মারান একটি বিবৃতি দিয়েছিলেন। চিঠিও লিখেছিলেন চেয়ারম্যানকে। সংবাদমাধ্যম সূত্রের মতে, ডেরেকের অভিযোগ, দয়ানিধির বিবৃতি বা চিঠির বিষয়টি স্থায়ী কমিটির কার্যবিবরণীতে কোথাও উল্লিখিত নেই।  স্থায়ী কমিটির সামনে যে বিশেষজ্ঞদের ডাকা হয়েছে, তাঁদের সব পক্ষ থেকে মতামত নিতে সওয়াল করেছেন ডেরেক।

বন্ধ করুন