মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী বার বার মদ্যপানের বিরুদ্ধে দাবি তুলেছেন অতীতে। এবার একেবারে সটান মদের দোকানে ঢুকে থান ইট ছুঁড়লেন উমা ভারতী। মদ্যপানের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদের অঙ্গ হিসাবেই তিনি এই কাজ করেন। এমনকী টুইটার হ্যান্ডেলে তিনি সেই ভিডিও শেয়ারও করেছেন। সূত্রের খবর তিনি ভুপালের একটি মদের দোকানে ঢোকেন। ভিডিওতে দেখা যাচ্ছে তিনি যে দোকানে ঢোকেন সেখানে থরে থরে মদ সাজানো রয়েছে। নিরাপত্তারক্ষীরাও তাঁর সঙ্গে ছিলেন। তিনি একটি বড় ঢিল নিয়ে মদের বোতল লক্ষ্য করে ছুঁড়ে দেন। এরপর ঝনঝন করে বোতল ভাঙার আওয়াজ শোনা যায়। এরপর তিনি বেরিয়ে আসেন দোকান থেকে। এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।
উমা ভারতী জানিয়েছেন, ভুপালের আজাদ নগরে একাধিক মদের দোকান বস্তিতে বসবাসকারী শ্রমিকদের মধ্যে মদ বিক্রি করছে। শ্রমিকদের যা কিছু সঞ্চয় সব মদ কিনতে শেষ হয়ে যাচ্ছে। সরকারি আইন না মেনে যে দোকান গড়ে উঠেছে তার বিরুদ্ধে মহিলারাও প্রতিবাদ জানিয়েছেন। তিনি জানিয়েছেন, প্রশাসন বার বার দোকানগুলো বন্ধের জন্য বলছে। কিন্তু বছরের পর বছর ধরে কিছু করা হয়নি। এক সপ্তাহের মধ্যে মদের দোকানগুলো বন্ধের জন্য বলেছি। প্রসঙ্গত বিজেপি শাসিত রাজ্যে মদ বিক্রি নিষিদ্ধ করার জন্য তিনি গত বছরেও দাবি তুলেছিলেন।